Ajker Patrika

জামা চেয়ে পায়নি, পরে মিলল ঝুলন্ত লাশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।

পরিবার ও পুলিশ জানায়, নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করে খাদিজা। তবে টানাপোড়েনের কারণে বাবা পরে কিনে দেওয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ডিউটি অফিসার এএসআই আফজাল হোসেন মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, মরদেহ থানায় রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সিরাজগঞ্জ, কামারখন্দ, স্কুলছাত্রী, আত্মহত্যা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত