Ajker Patrika

ছাত্রদের মারধরের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদের মারধরের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, পুলিশের লাঠিপেটা ও আটকের দৃশ্য ধারণ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত করেছে পুলিশ। 

আজ রোববার দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেনের দাবি তিনি এমন কোনো ঘটনা শোনেনি। 

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন—বেসরকারি টিভি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল কবীর রুপম এবং অনলাইন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান। 

প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানিয়েছেন, সাংবাদিকেরা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন ছাত্রকে ধরে মারধর করে গাড়িতে তুলেছিল। এ সময় খলিলুর রহমান ঘটনার ভিডিও ও ছবি ধারণ করার চেষ্টা করেন। এতে পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর গলার আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সেই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাঁকে গাড়িতে তোলেন। খলিলকে গাড়িতে তোলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল হক রুপম। তারা পুলিশকে বাধা দেন। পরে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে সটকে পড়েন তারা। 

পুলিশের লাঠিপেটা ও আটকের দৃশ্য ধারণ করায় এক সাংবাদিককে গাড়িতে তুলে নেয় পুলিশলতিফ আরও বলেন, ‘খলিলকে মারধর করে গাড়িতে তোলার সময় চ্যানেল আই এর ক্যামেরাম্যান সেই ভিডিও ধারণ করার জন্য এগিয়ে গেলে তাকেও বাধা দেওয়া হয়। এরপর সাংবাদিক এনামুল হক রুপম পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে মোবাইল ফোনটি দিতে বাধ্য করেন।’ 

ভুক্তভোগী খলিলুর রহমান জানান, সিটি কলেজ ও ধানমন্ডি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গন্ডগোলের সূত্র ধরে পুলিশ কিছু ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল। ছাত্রদের মারধর করে গাড়িতে তোলার দৃশ্য দেখে তিনি ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তাঁকে বাধা দেন এবং এই অজুহাতে তাঁকে মারধর করেন। এরপর তাঁরা আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন। 

দুই কলেজছাত্রদের মধ্যে দ্বন্দ্বের জেরে পুলিশ তাদের লাঠিপেটা করেএ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘এমন ঘটনা এখনো শুনিনি। সেই এলাকার কোনো পুলিশ সদস্য আমাকে বিষয়টি অবগত করেনি।’ 

এদিকে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত