ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ইউপি সদস্যকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ১২০ জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা পরিষদের ডাকবাংলো থেকে মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তাঁরা।
গত বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের পাশে হামলার শিকার হন ওয়ার্ড সদস্য আবুল বাশার। ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এর আগে ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোকসানা আক্তারকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে।
চেয়ারম্যান সেলিম পরিষদে নিজের কক্ষে সেদিন বৈঠকে বসেন। সেখানে মতবিরোধকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য রোকসানাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও জুতাপেটা করেন। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা করা হয়। তবে আদালত থেকে জামিন নেন তিনি। নারী ইউপি সদস্যের পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলায় আরেক ইউপি সদস্য আবুল বাশারকে শায়েস্তা করতে বুধবার হামলা করা হয় বলে অভিযোগ সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করছেন সেলিম চেয়ারম্যান।
ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে একত্র হন ১১টি ইউনিয়ন ও পৌরসভার নারী-পুরুষ সদস্যরা। ১২০ জনপ্রতিনিধি ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈঠক করেন। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অপর দিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল হয়। স্থানীয়দের ব্যানারে এতে অংশ নেয় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক ইউপি সদস্য জানান, হামলার শিকার ইউপি সদস্য আবুল বাশার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার পর তাঁর পক্ষ নেওয়ায় আবুল বাশারের ওপর হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। তাঁরা বলেন, আবুল বাশারের ওপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সেলিম বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন।’
সেলিম বলেন, ‘ঘটনার দিন দুপুরে সব মেম্বারকে নিয়ে পরিষদে বসাছিলাম। কিছুক্ষণ পর আবুল বাশার এবং মাসুদ মেম্বার একটি মোটরসাইকেল নিয়ে পরিষদ থেকে বেরিয়ে যান। একটু পর খবর আসে বাশার মেম্বারকে চার-পাঁচজন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। আমি গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করি, কিন্তু তারা কেউ ছেলেগুলোকে চিনতে পারেনি। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ইউপি সদস্যকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ১২০ জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা পরিষদের ডাকবাংলো থেকে মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তাঁরা।
গত বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের পাশে হামলার শিকার হন ওয়ার্ড সদস্য আবুল বাশার। ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এর আগে ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোকসানা আক্তারকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে।
চেয়ারম্যান সেলিম পরিষদে নিজের কক্ষে সেদিন বৈঠকে বসেন। সেখানে মতবিরোধকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য রোকসানাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও জুতাপেটা করেন। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা করা হয়। তবে আদালত থেকে জামিন নেন তিনি। নারী ইউপি সদস্যের পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলায় আরেক ইউপি সদস্য আবুল বাশারকে শায়েস্তা করতে বুধবার হামলা করা হয় বলে অভিযোগ সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করছেন সেলিম চেয়ারম্যান।
ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে একত্র হন ১১টি ইউনিয়ন ও পৌরসভার নারী-পুরুষ সদস্যরা। ১২০ জনপ্রতিনিধি ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈঠক করেন। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অপর দিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল হয়। স্থানীয়দের ব্যানারে এতে অংশ নেয় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক ইউপি সদস্য জানান, হামলার শিকার ইউপি সদস্য আবুল বাশার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার পর তাঁর পক্ষ নেওয়ায় আবুল বাশারের ওপর হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। তাঁরা বলেন, আবুল বাশারের ওপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সেলিম বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন।’
সেলিম বলেন, ‘ঘটনার দিন দুপুরে সব মেম্বারকে নিয়ে পরিষদে বসাছিলাম। কিছুক্ষণ পর আবুল বাশার এবং মাসুদ মেম্বার একটি মোটরসাইকেল নিয়ে পরিষদ থেকে বেরিয়ে যান। একটু পর খবর আসে বাশার মেম্বারকে চার-পাঁচজন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। আমি গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করি, কিন্তু তারা কেউ ছেলেগুলোকে চিনতে পারেনি। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১১ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
২৯ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৩৯ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে