গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দুই যুবদল নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। যুবলীগ নেতা-কর্মীরা তাঁদের পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডের টেম্পোস্ট্যান্ডে আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মনির হোসেন ও উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাসেল হাওলাদার।
বাটাজোর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক ও বাটাজোর বাসস্ট্যান্ডে রড-সিমেন্ট বিক্রেতা রাসেল হাওলাদার বলেন, ‘মনির হোসেন রড-সিমেন্ট কেনার জন্য আজ শুক্রবার দুপুরে আমার দোকানে আসেন। এ সময় বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৫-২০ জন লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা হামলা চালিয়ে আমার দোকান ভাঙচুর করে।’
গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মনির হোসেন বলেন, ‘আমি রাসেলের দোকানে যাওয়া মাত্র যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় আমাদের দুজনকে মারধর করা ছাড়াও আমার মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা।’
আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনির ও রাসেলের নেতৃত্বে বিএনপির পাঁচ-সাতজন সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। সাধারণ মানুষ তাঁদের ধাওয়া করে মারধর করেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে দুই যুবদল নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। যুবলীগ নেতা-কর্মীরা তাঁদের পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডের টেম্পোস্ট্যান্ডে আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মনির হোসেন ও উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক রাসেল হাওলাদার।
বাটাজোর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক ও বাটাজোর বাসস্ট্যান্ডে রড-সিমেন্ট বিক্রেতা রাসেল হাওলাদার বলেন, ‘মনির হোসেন রড-সিমেন্ট কেনার জন্য আজ শুক্রবার দুপুরে আমার দোকানে আসেন। এ সময় বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৫-২০ জন লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা হামলা চালিয়ে আমার দোকান ভাঙচুর করে।’
গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মনির হোসেন বলেন, ‘আমি রাসেলের দোকানে যাওয়া মাত্র যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় আমাদের দুজনকে মারধর করা ছাড়াও আমার মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা।’
আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মনির ও রাসেলের নেতৃত্বে বিএনপির পাঁচ-সাতজন সন্ত্রাসী নাশকতার পরিকল্পনা করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। সাধারণ মানুষ তাঁদের ধাওয়া করে মারধর করেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে