Ajker Patrika

ছেলের মারপিটের শিকার হয়ে বিচারের দাবিতে থানায় মা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০১
ছেলের মারপিটের শিকার হয়ে বিচারের দাবিতে থানায় মা

রাজশাহীর দুর্গাপুরে ছেলের মারপিটের শিকার হয়ে বিচারের দাবিতে থানায় হাজির হলেন মা আংগুরা বেগম (৫০)। অজ সোমবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন তিনি। পরে বেলা ১২টার দিকে আংগুরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছেলের বিচার চেয়ে দুর্গাপুর থানায় হাজির হন মা।

আংগুরা বেগম বলেন, ‘মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করি। একমাত্র ছেলে সাইদুল ইসলামের কাছ থেকে আলাদা থাকি। মাঝেমধ্যে পারিবারিক কোনো ঘটনা ঘটলে ছেলে ও তাঁর স্ত্রী রুমি খাতুন আমাকে মারধর করেন। এসব নিয়ে এর আগেও থানা ও গ্রামে একাধিক বার বিচার সালিস হয়েছে। তারপরও আমার ওপর তাদের নির্যাতন কমেনি।’ 

আংগুরা বেগম আরও বলেন, ‘আজ ছেলের বউ তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে আমাকে মারধর করেন। পরে সাইদুল বাড়িতে এসে বউয়ের পক্ষ নিয়ে দুজন মিলে আমাকে মারধর করে। ছেলে রান্না ঘরে থাকা বটি দিয়েও আমাকে কোপ দেয়।’ 

এ বিষয়ে আংগুরার ছেলে সাইদুল ইসলাম মাকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ও মা তুমুল ঝগড়া করছেন। পরে তাদের ঠেলা (ধাক্কা) দিয়ে দূরে সরিয়ে দিই। এতে আমার মা একটু আঘাত পান।’ 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মা ও ছেলেকে থানায় ডাকা হয়েছিল। আংগুরা ছেলে সাইদুল বিদেশ ফেরত। টাকা পয়সা ও জমিজমা নিয়ে তাদের পারিবারিক কোন্দল চলছিল। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে সঙ্গে নিয়ে তাদের পারিবারিক কোন্দল মিটানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত