বাঁশিই আমিরের সব
বয়স ষাটের বেশি। এ বয়সেও নিজ হাতে তৈরি করেন নানা প্রকার বাঁশি। প্রতিদিন সুর তোলেন নিজের বানানো বাঁশিতে। জেলার হাট-বাজার, মেলাসহ পথে পথে ঘুরে সেই বাঁশি বিক্রি করেন। ৪০ বছরের বেশি সময় ধরে এভাবে বাঁশি বেচে জীবিকা নির্বাহ করছেন আমির হোসেন। বাঁশির প্রতি অতি অনুরাগের কারণে অনেকেই তাঁকে ‘বাঁশিপাগল আমির’ বলে