Ajker Patrika

বিপাকে খেটে খাওয়া মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি
বিপাকে খেটে খাওয়া মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে মৌলভীবাজারে। খেটে খাওয়া মানুষের কাজ না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। গতকাল সোমবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে সারা দিন চলে অবিরাম। বৃষ্টি ও কনকনে বাতাসের ফলে সব শ্রেণি-পেশার মানুষ এক প্রকারের গৃহবন্দী হয়ে পড়েন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি।

দিনমজুর সোহরাব আলী বলেন, ‘প্রতিদিন সকালে কাজে যেতাম, ৫০০ থেকে ৬০০ টাকা রোজে; কিন্তু একটানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারিনি। প্রতিদিনের রোজগার থেকে প্রতিদিন বাজার করি, আজ (গতকাল) ধারকর্জ করতে হবে।’

ভাসমান ফল ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, ‘আমি রিকশা-ভ্যানে করে ফল বিক্রি করি, এই টাকায় সংসার চলে। একটানা বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডায় বের হতে পারিনি।’

রিকশাচালক রইছ উদ্দীন বলেন, ‘প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার করি। আজ (গতকাল) দুপুর পর্যন্ত ৯০ টাকা রোজগার হয়েছে। একে তো বৃষ্টি ও ঠান্ডা বাতাস, এর মধ্যে বৃষ্টিতে ভিজে গেছি পুরাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত