Ajker Patrika

মেয়েদের উঁচু গলায় কথা বলা অনুচিত, মনে করেন ৮২ শতাংশ মানুষ: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০: ৫০
মেয়েদের উঁচু গলায় কথা বলা অনুচিত, মনে করেন ৮২ শতাংশ মানুষ: জরিপ

দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷

আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র‍্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন। 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ 

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’ 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত