নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।
দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১০ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৯ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে