Ajker Patrika

মানুষ হত্যা বড় গুনাহের কাজ

মুফতি খালেদ কাসেমি
Thumbnail image

সমাজে খুনখারাবি ও হত্যাকাণ্ডকে তুচ্ছ বিষয় মনে করা হয়। অথচ ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ইসলাম।

কোনো নিরপরাধ মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘এ কারণেই আমি বনি ইসরাইলকে বিধান দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল।…’ (সুরা মায়িদা: ৩২)

নবীজির এই হাদিস থেকেও মানুষ হত্যার ভয়াবহতা প্রতীয়মান হয়। তিনি বলেন, ‘কোনো মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অধিক সহজ।’ (তিরমিজি)
পরকালে মানুষ হত্যাকারীর পরিণতি হবে খুবই ভয়াবহ। তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, যেখানে সে সব সময় থাকবে। আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং লানত করবেন। আর আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা: ৯৩)

অন্যত্র মহান আল্লাহ এরশাদ করেন, ‘প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে, তারা শাস্তি ভোগ করবে।’ (সুরা ফুরকান: ৬৮) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত