মুনাফিকের বৈশিষ্ট্য ও পরিণাম
মানুষের সবচেয়ে নিকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য হলো মুনাফেকি তথা দ্বিচারিতা। মুনাফিক শব্দটি ‘নফক’ শব্দ থেকে উৎকলিত। যার অর্থ গর্ত, ছিদ্র, সুড়ঙ্গ, বের হওয়া, খরচ করা, ব্যয় করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় মুখে ইমানের কথা বলে অন্তরে কুফর লালন করাই মুনাফেকি। পবিত্র কোরআনে মুনাফিকুন নামে স্বতন্ত্র সুরা নাজিল হয়ে