Ajker Patrika

মুলাদীতে সড়কের সংস্কারকাজ ফেলে রেখে ঠিকাদার উধাও

আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল)
আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২: ০৪
Thumbnail image

মুলাদীতে সড়কের সংস্কারকাজ ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে পুনঃদরপত্রের মাধ্যমে দ্রুত সংস্কারকাজ শেষ করার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

জানা গেছে, উপজেলা সদরের সঙ্গে সফিপুর, বাটামারা, নাজিরপুর, চরকালেখান ও গাছুয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র পথ মুলাদী-মৃধারহাট সড়ক। এর চরডিক্রী মাদ্রাসা থেকে মৃধারহাট পর্যন্ত ৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এর আড়াই কিলোমিটার সংস্কারের দরপত্র দেয় উপজেলা এলজিইডি। গত জানুয়ারি মাসে সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার রফিকুল ইসলাম সিকদার। কিন্তু কাজটি ৭ মাসেও শেষ করতে পারেননি। কিছু দিন আগে লোকজন ও সংস্কারকাজের মালামাল নিয়ে চলে যান। অথচ গত ৩০ জুনে সড়কটির কাজ শেষের কথা ছিল।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, কাজ শুরু করে ঠিকাদার সড়কের পুরাতন পিচ উপড়ে ফেলে কাজ বন্ধ করে চলে যান। পরবর্তী সময়ে উপজেলা প্রকৌশলী চাপ প্রয়োগ করলে ঠিকাদার পুনরায় কাজ শুরু করেন। কিন্তু ৭ মাসেও রাস্তার সংস্কারকাজ শেষ করতে পারেননি। ঈদুল আজহার পরে কাজ না করে মালামাল নিয়ে চলে গেছেন।

ঠিকাদার মো. রফিকুল ইসলাম সিকদার বলেন, সড়কটি অনেক গাড়ি চলাচল করায় কাজ করতে সমস্যা হচ্ছিল। তাই কিছুটা ধীরগতিতে কাজ করা হয়েছিল। বর্ষায় কাজ করতে না পারায় শ্রমিকনেতা মালামাল নিয়ে চলে গেছেন। বর্ষার শেষে কাজ শুরু করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। ২-৩ মাসের মধ্যে পুনঃদরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার দিয়ে কাজ শেষ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত