রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বৃষ্টির পানির স্রোতে ধসে যায় কালভার্টের সংযোগ সড়ক। এতে চলাচল বন্ধ হয়ে যায় মানুষের। ধানখেত দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে তাদের। কালভার্টটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীরহাট বনগাঁও সড়কে।
বনগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কটির সঙ্গে কালভার্টের প্রায় পাঁচ ফুট দূরত্বের ফাঁক সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে গর্ত। ফলে সড়কের পাশ দিয়েই ধানখেত ঘেঁষে পথচারীদের চলাচল করতে হচ্ছে। তবে ভারী কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এ ছাড়া কালভার্টটির বিভিন্ন অংশও ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে এর স্ল্যাবের ঢালাই করা রড। কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় কৃষক মজিবর রহমান বলেন, ‘মাস খানেক হলো বৃষ্টির পানিতে কালভার্টের সঙ্গে সংযোগ ধসে গেছে। কালভার্টটিও নষ্ট হয়ে গেছে। এখনো কেউ উদ্যোগ নেয়নি রাস্তা ও কালভার্ট ঠিক করার।’
স্থানীয় আরেক বাসিন্দা জবদুল ইসলাম বলেন, ‘আর কিছুদিন পর হাইব্রিড জাতের ধান কাটাকাটি শুরু হবে। ধান কাটার পর গাড়িতে করে বাড়ি আনতে হবে। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে তো একটি সাইকেল নিয়ে যাওয়াটাই কষ্টকর। কালভার্টটিতেও ঝুঁকি তৈরি হয়েছে। তাই দাবি জানাই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়।’
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ দেখব। রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।’
উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম বলেন, ‘রাস্তা তো তাৎক্ষণিক সংস্কার করা যাবে না। তবে আমাদের লোকজন দিয়ে সড়কের ধসে যাওয়া মাটি পুনরায় ভরাট করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হবে।’
বৃষ্টির পানির স্রোতে ধসে যায় কালভার্টের সংযোগ সড়ক। এতে চলাচল বন্ধ হয়ে যায় মানুষের। ধানখেত দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে তাদের। কালভার্টটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীরহাট বনগাঁও সড়কে।
বনগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কটির সঙ্গে কালভার্টের প্রায় পাঁচ ফুট দূরত্বের ফাঁক সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে গর্ত। ফলে সড়কের পাশ দিয়েই ধানখেত ঘেঁষে পথচারীদের চলাচল করতে হচ্ছে। তবে ভারী কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এ ছাড়া কালভার্টটির বিভিন্ন অংশও ভেঙে গেছে। বেরিয়ে পড়েছে এর স্ল্যাবের ঢালাই করা রড। কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় কৃষক মজিবর রহমান বলেন, ‘মাস খানেক হলো বৃষ্টির পানিতে কালভার্টের সঙ্গে সংযোগ ধসে গেছে। কালভার্টটিও নষ্ট হয়ে গেছে। এখনো কেউ উদ্যোগ নেয়নি রাস্তা ও কালভার্ট ঠিক করার।’
স্থানীয় আরেক বাসিন্দা জবদুল ইসলাম বলেন, ‘আর কিছুদিন পর হাইব্রিড জাতের ধান কাটাকাটি শুরু হবে। ধান কাটার পর গাড়িতে করে বাড়ি আনতে হবে। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে তো একটি সাইকেল নিয়ে যাওয়াটাই কষ্টকর। কালভার্টটিতেও ঝুঁকি তৈরি হয়েছে। তাই দাবি জানাই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়।’
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ দেখব। রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।’
উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম বলেন, ‘রাস্তা তো তাৎক্ষণিক সংস্কার করা যাবে না। তবে আমাদের লোকজন দিয়ে সড়কের ধসে যাওয়া মাটি পুনরায় ভরাট করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪