গুনাহকে ছোট মনে করতে নেই
ইসলামের দৃষ্টিতে যা কিছু গুনাহ বা পাপকাজ, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। গুনাহ যত ছোটই হোক, তা থেকে বেরিয়ে আসার মানসিকতা লালন করতে হবে। কোনো গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। গুনাহ যত ছোটই হোক, তাতে অটল থাকলে তা বড় গুনাহে পরিণত হয়। এ ব্যাপারে মহানবী (সা.) গুরুত্বপূর্ণ নির