Ajker Patrika

কোন গণতন্ত্র চালাবে আওয়ামী লীগ, জানতে চান মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৯: ০৩
Thumbnail image

‘আমাদের গণতন্ত্র আমরাই চালাব’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাদেরের বক্তব্য নিয়ে ক্ষমতাসীনদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কোন গণতন্ত্র? সেই মুজিববাদের গণতন্ত্র? বাকশালী গণতন্ত্র, একদলীয় শাসনব্যবস্থার গণতন্ত্র? এ দেশের মানুষ তা হতে দেবে না।’ 

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানের শহীদ আসাদের শাহাদাতবার্ষিকীতে শহীদ আসাদ পরিষদ এই সভার আয়োজন করে। 

সম্প্রতি এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশি কারও ফরমায়েশে চলবে না।’ 

চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনে আমরা জয়ী হব।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের নিজস্ব ধারা আছে। ইতিমধ্যে আন্দোলন একটা গতি পেয়েছে। মানুষ সংগ্রামে নেমেছে। রাজনৈতিক দলগুলো এক হয়েছে। জনগণই আমাদের পথ বাতলে দেবে। বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করে সরকারকে পরাজিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত