২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা বা ওজনাধিক্য সমস্যার মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। এতে ক্ষতিগ্রস্ত হবে ৪০০ কোটির বেশি মানুষ।
পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭৮৮ কোটি। সে হিসাবে এবং ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগবেন। আর ওজন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে শিশুদের মধ্যে।
প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে স্থূলতাজনিত ব্যয় হতে পারে বার্ষিক ৪ লাখ কোটি ডলারেরও বেশি।
ফেডারেশনের প্রেসিডেন্ট লুই বাউর বলেন, ‘প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। যদি স্থূলতা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিবেদনের ফলাফল সে সতর্কবার্তাই দিচ্ছে। তাই ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
আগামীতে স্থূলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
স্থূলতা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে—খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, দুর্বল খাদ্য সরবরাহ ও বিপণন নীতি, ওজন নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষা না থাকা এবং দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকা।
প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো আগামী সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে। স্থূলতার হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা বা ওজনাধিক্য সমস্যার মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। এতে ক্ষতিগ্রস্ত হবে ৪০০ কোটির বেশি মানুষ।
পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭৮৮ কোটি। সে হিসাবে এবং ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগবেন। আর ওজন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে শিশুদের মধ্যে।
প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে স্থূলতাজনিত ব্যয় হতে পারে বার্ষিক ৪ লাখ কোটি ডলারেরও বেশি।
ফেডারেশনের প্রেসিডেন্ট লুই বাউর বলেন, ‘প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। যদি স্থূলতা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিবেদনের ফলাফল সে সতর্কবার্তাই দিচ্ছে। তাই ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
আগামীতে স্থূলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
স্থূলতা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে—খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, দুর্বল খাদ্য সরবরাহ ও বিপণন নীতি, ওজন নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষা না থাকা এবং দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকা।
প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো আগামী সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে। স্থূলতার হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
২ মিনিট আগেপ্রতিবেশী কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সীমান্ত থেকে উসকে ওঠা এই সংঘাত যেকোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার ওই সামরিক স্থাপনায় হামলা চালায়। খবর সিএনএনের।
১২ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে শুল্ক আরোপ হতে যাচ্ছে তার সর্বনিম্ন হার হবে ১৫ শতাংশ। এই বিষয়টি ইঙ্গিত দেয় যে, ট্রাম্প পাল্টাপাল্টি শুল্ক হার নির্ধারণ করার সময় সর্বনিম্ন সীমা ১৫ শতাংশের নিচে নামবেন না, যা শুল্কের নিম্নসীমা বাড়ার ইঙ্
৪৪ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের
১ ঘণ্টা আগে