Ajker Patrika

১৭ বছর ধরে নেই সংস্কার

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
১৭ বছর ধরে নেই সংস্কার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মোহাম্মদপুর থেকে মোমিনপুর সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

 চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সীমাহীন কষ্ট ভোগ করছে অসংখ্য মানুষ। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সীমাহীন কষ্ট উপেক্ষা করে চলাচল করতে হচ্ছে। বছরের পর বছর সড়কটি সংস্কার না করায় পিচ এবং ইটের খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

এলাকাবাসী জানান, ‘দীর্ঘদিন এই রাস্তার কাজ হয়নি। মানুষ খুব কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করে কখনো কখনো ছোট-বড় দুর্ঘটনাও ঘটে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

অটোচালক ওবায়দুল ইসলাম বলেন, রাস্তাটি দিয়ে অটো নিয়ে যেতে খুব ভয় হয়, কখন দুর্ঘটনা ঘটবে এই আশঙ্কা করি। তা ছাড়া এই রাস্তায় কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাই রাস্তাটি দ্রুত নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।’স্কুলপড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিস আহমেদ জানায়, ‘আমাদের বুদ্ধি হয়ে দেখছি এই রাস্তাটির করুণ দশা। ভ্যান বা অটোযোগে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব ভয় হয়, কখন কোনো দুর্ঘটনা ঘটবে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে সবার ভোগান্তি দূর হবে।’

মটমূড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এই রাস্তা দিয়ে ভ্যান ও অটো যেতে চায় না। মোহাম্মদপুর ও মোমিনপুরের অনেক চাষি সবজি আবাদ করেন; কিন্তু সেই সবজি বিক্রি করার জন্য গ্রামের এই ভাঙাচোরা রাস্তায় আসতে চান না ব্যবসায়ীরা। তবে কেন যে এই রাস্তার কাজ হচ্ছে না, তা জানি না। দ্রুত এই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান, মোহাম্মদপুর থেকে মোমিনপুর রাস্তাটি সাইক্লোন আম্ফান প্রকল্পের রাস্তা।কাগজপত্র প্রস্তুত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।তা ছাড়া রাস্তাটি নিয়ে যে মামলা ছিল তার নিষ্পত্তি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত