নেইমারবিহীন ব্রাজিল উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে
বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। । দলের হয়ে গোল চারটি করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, এন্টনি ও রদ্রিগো গুয়েস। ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে নেইমারবিহীন ব্রাজিল।