বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন নেইমার। বিরতি দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন এই তারকা।
নেইমারের সঙ্গে দলে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও জায়গা পেয়েছেন ২৫ সদস্যের স্কোয়াডে। তিতের দেওয়া দলে নতুন মুখ বলতে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি।
এক বছর পর দলে ফিরলেন জুভেন্টাসের মিডফিল্ডার আর্থার। কোপা আমেরিকার পর ফর্ম হারিয়ে ফেলেছিলেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। সেটারই খেসারত দিলেন এবার স্কোয়াড থেকে বাদ পড়ে। বাদ পড়েছেন তাঁরই সিটি সতীর্থ ফ্ল্যামেঙ্গোর গ্যাবিগোলও।
স্কোয়াড ঘোষণার পর দল নিয়ে কথা বলেন ব্রাজিল কোচ তিতে। এ সময় দলে ফেরা নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘তার অসাধারণ গুণ আছে। সে তার সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য উপায় খুঁজছে।’
আগামী ২৪ মার্চ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৯ মার্চ লাপাজে তারা বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। গত বছরের নভেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার টিকিট পায় ব্রাজিল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকিনিওস, মিলিতাও, মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স তেলেস, আরানা
মিডফিল্ডার: গিমারেস, কুতিনিও, পাকেতা, আর্থুর, কাসেমিরো, ফ্রেড, ফাবিনিও
ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনি, মার্টিনেলি, আন্তনি, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার।
বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন নেইমার। বিরতি দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন এই তারকা।
নেইমারের সঙ্গে দলে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও জায়গা পেয়েছেন ২৫ সদস্যের স্কোয়াডে। তিতের দেওয়া দলে নতুন মুখ বলতে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি।
এক বছর পর দলে ফিরলেন জুভেন্টাসের মিডফিল্ডার আর্থার। কোপা আমেরিকার পর ফর্ম হারিয়ে ফেলেছিলেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। সেটারই খেসারত দিলেন এবার স্কোয়াড থেকে বাদ পড়ে। বাদ পড়েছেন তাঁরই সিটি সতীর্থ ফ্ল্যামেঙ্গোর গ্যাবিগোলও।
স্কোয়াড ঘোষণার পর দল নিয়ে কথা বলেন ব্রাজিল কোচ তিতে। এ সময় দলে ফেরা নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘তার অসাধারণ গুণ আছে। সে তার সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য উপায় খুঁজছে।’
আগামী ২৪ মার্চ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৯ মার্চ লাপাজে তারা বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। গত বছরের নভেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার টিকিট পায় ব্রাজিল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড:
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকিনিওস, মিলিতাও, মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স তেলেস, আরানা
মিডফিল্ডার: গিমারেস, কুতিনিও, পাকেতা, আর্থুর, কাসেমিরো, ফ্রেড, ফাবিনিও
ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনি, মার্টিনেলি, আন্তনি, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার।
সতীর্থকে জড়িয়ে ধরে কাঁদছিলেন মুর্শেদ আলী। বাংলাদেশের যেকোনো ফুটবলভক্তকে নাড়িয়ে দেবে সেই দৃশ্য। টুর্নামেন্টজুড়ে দারুণ খেললেও হেরে যেতে হলো ভাগ্য নির্ধারণের খেলায়। টাইব্রেকারে বাংলাদেশকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শিরোপা উল্লাস করে স্বাগতিক ভারত। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও এই
২১ মিনিট আগেতাওহীদ হৃদয়ের গত রাতে শারজায় কী হয়েছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ক্যাচ মিস করেছেন। রান আউটের সুযোগ নষ্ট করেছেন। ফিল্ডিংয়ে এলেমোলো হৃদয়ই ছিলেন আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের প্রতিচ্ছবি।
৪০ মিনিট আগেজাকের আলী অনিকের হতাশাই বলে দিচ্ছিল, বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কারণ, তাওহীদ হৃদয় ঠিকমতো থ্রো করতে পারেননি। জাকেরও তাই পারেননি রানআউট করতে।
১ ঘণ্টা আগেশারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে। আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
২ ঘণ্টা আগে