দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!
দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেমার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
২ ঘণ্টা আগেবিশ্ব ক্রিকেটে দলীয় মান, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি কেবল খেলার মান নির্ধারণ করে না, বরং দেশের ক্রিকেটের বাণিজ্যিকীকরণেও ব্যাপক প্রভাব ফেলে। কখনো কখনো একজন তারকা ক্রিকেটারের উপস্থিতিই একটি দেশের ক্রিকেট অর্থনীতিকেও চাঙা করে তোলে, পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করে এবং বিপণন মূল্য বাড়িয়ে দেয়
২ ঘণ্টা আগে