Ajker Patrika

দক্ষিণ কোরিয়াকে নিয়ে ছিনিমিনি খেলল ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে নিয়ে ছিনিমিনি খেলল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে  জোড়া গোল করেছেন নেইমার।

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া কিছু বুঝে ওঠার আগেই গোল পেয়ে যেতে পারত ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোল। প্রথম গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি  তিতের শিষ্যদের। ৭ মিনিটের সময় কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, কিন্তু তাঁর সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল। 

গোল হজম করে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়াকে  সমতায় ফেরান উই-জু হোয়াং।এরপর বিরতির আগে পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টিতে গোল করে ব্রাজিলের লিড ৩-১ এ নেন নেইমার। শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা কৌতিনিয়ো ব্রাজিলের পক্ষে চতুর্থ গোল করেন। আর অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত