ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ব্রাজিল। পাঁচবারের সফলতম দলটি এবার কাতার বিশ্বকাপে যাবে ‘হেক্সা’ মিশনে। বিশ্বকাপে নেইমার-ভিনিসিয়ুসরা কোন জার্সি পরে মাঠ মাতাবেন, তা জানা গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
ব্রাজিলের জার্সি ডিজাইন করেছে জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইকি। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে যথারীতি তাদের ক্ল্যাসিক হলুদ রং আছে। জার্সির কলার-হাতাতে সবুজ ও নীল রঙের ছোঁয়া আছে। যা দেশটির পতাকাকে প্রতিফলিত করেছে। নাইকি সেলেসাওদের জার্সিতে জাগুয়ারের (এক প্রজাতির চিতাবাঘ) মৃদু ছাপও রেখেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে আছে নীল রঙের জার্সিও। প্রিয় দলের জার্সি গায়ে চড়াতে হলে সমর্থকদের আরও এক মাসের বেশি অপেক্ষা করতে হবে। অ্যালিসন বেকার-জেসুসদের জার্সি ১৫ সেপ্টেম্বরে বাজারে ছাড়বে নাইকি।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। মাঝে পাঁচ বিশ্বকাপ শেষ হলেও নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা অপূর্ণই থেকে গেছে। কাতার বিশ্বকাপে তারা এবার অন্যতম ফেভারিট হিসেবে যাবে। অভিজ্ঞ নেইমার-থিয়াগো সিলভাদের পাশাপাশি উদীয়মান ফুটবলার ভিনিসিয়ুস-রদ্রিগোরা দুর্দান্ত ছন্দে আছেন। তরুণ ও অভিজ্ঞদের দুরন্ত পারফরম্যান্স কোচ তিতেকে কাতার বিশ্বকাপ জয়ের আশা জোগাচ্ছে।
ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু আগামী ২১ নভেম্বর। আর শেষ ১৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। তাদের গ্রুপের বাকি দলগুলো হচ্ছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। নেইমার-ভিনিসিয়ুসদের ‘হেক্সা’ মিশন শুরু হবে সার্বিয়ার বিপক্ষে। ম্যাচটি ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে লুসাই স্টেডিয়ামে।
বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ব্রাজিল। পাঁচবারের সফলতম দলটি এবার কাতার বিশ্বকাপে যাবে ‘হেক্সা’ মিশনে। বিশ্বকাপে নেইমার-ভিনিসিয়ুসরা কোন জার্সি পরে মাঠ মাতাবেন, তা জানা গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
ব্রাজিলের জার্সি ডিজাইন করেছে জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইকি। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে যথারীতি তাদের ক্ল্যাসিক হলুদ রং আছে। জার্সির কলার-হাতাতে সবুজ ও নীল রঙের ছোঁয়া আছে। যা দেশটির পতাকাকে প্রতিফলিত করেছে। নাইকি সেলেসাওদের জার্সিতে জাগুয়ারের (এক প্রজাতির চিতাবাঘ) মৃদু ছাপও রেখেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে আছে নীল রঙের জার্সিও। প্রিয় দলের জার্সি গায়ে চড়াতে হলে সমর্থকদের আরও এক মাসের বেশি অপেক্ষা করতে হবে। অ্যালিসন বেকার-জেসুসদের জার্সি ১৫ সেপ্টেম্বরে বাজারে ছাড়বে নাইকি।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। মাঝে পাঁচ বিশ্বকাপ শেষ হলেও নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা অপূর্ণই থেকে গেছে। কাতার বিশ্বকাপে তারা এবার অন্যতম ফেভারিট হিসেবে যাবে। অভিজ্ঞ নেইমার-থিয়াগো সিলভাদের পাশাপাশি উদীয়মান ফুটবলার ভিনিসিয়ুস-রদ্রিগোরা দুর্দান্ত ছন্দে আছেন। তরুণ ও অভিজ্ঞদের দুরন্ত পারফরম্যান্স কোচ তিতেকে কাতার বিশ্বকাপ জয়ের আশা জোগাচ্ছে।
ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু আগামী ২১ নভেম্বর। আর শেষ ১৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। তাদের গ্রুপের বাকি দলগুলো হচ্ছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। নেইমার-ভিনিসিয়ুসদের ‘হেক্সা’ মিশন শুরু হবে সার্বিয়ার বিপক্ষে। ম্যাচটি ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে লুসাই স্টেডিয়ামে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে