Ajker Patrika

বর্ণবাদীদের শাস্তি না দিলে চলতেই থাকবে, বলছেন রিচার্লিসন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২৪
Thumbnail image

এক সপ্তাহ আগে ভিনিসিয়ুসের গোল উদ্‌যাপনকে বানরের সঙ্গে তুলনা করে বর্ণবাদী আচরণ করেছিলেন স্পেনের ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের (এইএএফ) প্রধান পেদ্রো ব্রাভো। তাঁর এমন বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে পুরো ফুটবল বিশ্ব ফুঁসে উঠেছে। সে সময় কিংবদন্তি পেলে, হালের তারকা ফুটবলার নেইমারসহ অনেকে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছিলেন। সঙ্গে এমন বর্ণবাদী আচরণ বন্ধ করার আহ্বানও করে আসছেন তাঁরা। 

এমন ন্যক্কারজনক ঘটনার জন্য পরে ক্ষমা চেয়েছেন ব্রাভো। কিন্তু তিনি ক্ষমা চাইলেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না বর্ণবাদী মন্তব্য। ব্রাভোর ক্ষমা চাওয়ার পরেও ‘মাদ্রিদ ডার্বি’তে ভিনিকে শুনতে হয়েছে এমন মন্তব্য। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছে। এরই ফলে কাল তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে বর্ণবাদবিরোধী একটি ব্যানার নিয়ে মাঠে নেমেছিল সেলেসাওরা। ব্যানারটিতে লেখা ছিল, ‘কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের ছাড়া আমাদের জার্সিতে তারকা থাকত না।’ 

ব্রাজিলিয়ান ফুটবলাররা অবশ্য এই প্রতিবাদী ব্যানার দিয়েও পার পাননি। প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয়ের ম্যাচেও বর্ণবাদী আচরণ পেয়েছে ব্রাজিল। ম্যাচের ১৯ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। ডান পাশের কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে তিনি গোল উদ্‌যাপন করেন। এ সময়ই তাঁকে লক্ষ্য করে কলা ছুড়ে মারা হয় গ্যালারি থেকে। তিনি এটা দেখার পর পাত্তা না দিলেও তাঁর সতীর্থ ফ্রেড লাথি মেরে পাকা কলাটি বাইরে পাঠিয়ে দেন। তিনি ব্যস্ত থাকেন ছুটে আসা সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপনে। 

মাঠে কিছু না বললেও বর্ণবাদের বিরুদ্ধে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন রিচার্লিসন। বর্ণবাদীদের দ্রুতই শাস্তি দিতে বলেছেন তিনি। টটেনহামের এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যত দিন এটা ব্লা ব্লা ব্লা এবং তাদের শাস্তি না দেয়, এটা এভাবেই চলতে থাকবে। এটি প্রতিদিন ও সর্বত্র ঘটছে। কোনো সময় নেই ভাই।’ 

বর্ণবাদের বিরুদ্ধে সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘মাঠে কিংবা মাঠের বাইরে যেখানেই হোক না কেন, এ ধরনের আচরণ সহ্য করা যায় না।’ 

এত কিছুর পরও অবশ্য নেইমার-রাফিনহাদের খেলায় কোনো ছন্দপতন ঘটেনি। বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। রিচার্লিসনের সঙ্গে ১টি করে গোল করেছেন নেইমার ও পেদ্রো। আর তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন মোন্তাসার তালবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত