Ajker Patrika

বেতন বকেয়া থাকার কারণে সাকিবদের লিগে বিশৃঙ্খলা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫: ৫৫
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: ক্রিকইনফো
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এবার খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারা। এই টুর্নামেন্টে বেতন বকেয়া থাকার ব্যাপারে ক্রিকইনফো গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বিদ্রোহের কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বেশির ভাগ ক্রিকেটার পারিশ্রমিকই পাননি। যেখানে টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার কথা টুর্নামেন্ট কর্তৃপক্ষের।

ম্যাক্স সিক্সটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরশু সন্ধ্যায় একটি পোস্ট করেছিল। সেখানে লিখেছিল,‘মাঠের বাইরের ঘটনায় সেদিনের সব ম্যাচগুলো বাতিল করা হয়েছিল। ফাইনাল বৃহস্পতিবার কেমান দ্বীপপুঞ্জের জর্জটাউনের স্থানীয় সময়ের বেলা দুইটায় ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে হওয়ার কথা’। যেখানে লিগ পর্যায়ে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে শেষ করেছিল। পরবর্তীতে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট পোস্টটি ডিলিট করে। গতকাল স্থানীয় সময় সকালে ‘রানারআপ প্লে-অফ নামে’ একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস ও ভেগাস ভাইকিংসের।

ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনো পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’

ক্যারিবিয়ান টাইগার্স-মায়ামি ব্লেজ, বোকা র‍্যালটন ট্রেলব্লেজার্স-ভেগাস ভাইকিংস, ফ্লোরিডা লায়নস-কেম্যান বে স্টিংরেজ—বুধবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ‘রানারআপ প্লে-অফ’ টুর্নামেন্টে গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস- ভেগাস ভাইকিংস মুখোমুখি হলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ক্যারিবিয়ান টাইগার্সকে। আর মায়ামি ব্লেজের হয়ে সাকিব এবার ৫ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত