গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে