Ajker Patrika

ফের মেয়েদের কোপা জিতল ব্রাজিল

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪: ৩৫
ফের মেয়েদের কোপা জিতল ব্রাজিল

গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।

ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।

এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।

এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।

ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।

কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত