গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
গত বছর মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। কোচ তিতের অধীনে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে ব্যর্থ হয় সেলেসাওরা। ছেলেরা না পারলেও মেয়েদের কোপায় ব্রাজিলের ধারেকাছে নেই কেউ।
ফের লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে ব্রাজিলের মেয়েদের মাথায়। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে ১-০ গোলে জিতেছে ‘ক্যানারিনহাসরা’। ৩৯তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে বল জালে পাঠাতে ভুল করেননি দেবিনহা। এই ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে পিয়া সুনদাঘের দল।
এ নিয়ে টানা চতুর্থবার এবং সর্বমোট আটবার মেয়েদের কোপা জিতল ব্রাজিল। এর আগেও টানা চারবার শিরোপা গেছে তাদের ঘরে। মেয়েদের কোপার আনুষ্ঠানিক নাম 'কোপা আমেরিকা ফেমিনিনা'। ১৯৯১ সালে এই আসরের যাত্রা শুরু। প্রথম চার আসরের শিরোপা গেছে ব্রাজিলের হাতে। শেষ চার আসরেও চ্যাম্পিয়ন তারা। ৯ আসরের মধ্যে কেবল একবার ২০০৬ সালে ব্রাজিলের মেয়েদের রানার্সআপ-আপের স্বাদ দিতে পেরেছিল আর্জেন্টিনা।
এবারের কোপার লড়াইয়ে ব্রাজিল ১ গোলও হজম করেনি। বিপরীতে দিয়েছে ২০ গোল। তবে ফাইনালে তাদের বড় পরীক্ষা দিতে হয়েছে। কলম্বিয়ার ২১ শটের বিপরীতে ব্রাজিলের শট ১৫টি। তবে শেষ হাসি হেসেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিল শিরোপা জিতলেও আসরের গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ঘরে। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজ। আর সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো। ব্রাজিলের ফাইনাল জয়ের নায়ক দেবিনহা ও তার সতীর্থ আদ্রিয়ানা মাগা সমান ৫ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতাদের দ্বিতীয় স্থানে।
কোপাজয়ী ব্রাজিলের মেয়েরা এবার ‘ফিনালিসিমা’ খেলবে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নের বিপক্ষে। অবশ্য এই ম্যাচের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। আজ রাতে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৫ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে