মাঠের চেয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। মাঠেও যে কাণ্ড করেন, সেটাও বা কম কী! কখনো প্রতিপক্ষের হালকা টোকা খেলেই মাটিয়ে গড়াগড়ি করেন, কখনো গোল উদ্যাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিতর্ক উসকে দেন। বহুবার দর্শকদের দুয়ো শুনলেই তাতে যেন কিছুই আসে-যায় না তাঁর।
অথচ বেপরোয়া জীবনটাকে একটুখানি বশে আনতে পারলেই নেইমার হতে পারতেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যদিও সেই সুযোগ এখনো আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দেশকে ‘হেক্সা’ এনে দিতে পারলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন তিনি।
সেটা করতে হলে নেইমারকে আগে সুশৃঙ্খল জীবনে ফেরা উচিত বলে মনে করেন রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত মহাতারকা মনে করেন, তাঁর উত্তরসূরির মধ্যে প্রতিভা কিংবা সামর্থ্যের ঘাটতি নেই। শুধু অখেলোয়াড়সুলভ আচরণ ও ‘পাগলামি’ বন্ধ করলেই ব্রাজিল সমর্থকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তিনি।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে নেইমারকে নিয়ে বলেছেন, ‘ওর প্রতি ব্রাজিলিয়ানদের মনোভাব পরিষ্কার। সবাই চায় ওর হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতুক। অখেলোয়াড়সুলভ আচরণ বন্ধ করে ওকে খেলায় মনোযোগী হতে হবে। সামর্থ্যের প্রমাণ মাঠেই দিতে হবে। মাঠে শান্ত থাকলে পারলে ওর জন্যই সহায়ক হবে।’
২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত সেই আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে, কাতারেই ঘুচবে ব্রাজিলের দুই দশকের আক্ষেপ, ‘শুধু বিশ্বকাপ নয়; যেকোনো প্রতিযোগিতায় ব্রাজিল ফেবারিট। কারণ, এই দলে প্রতিভার অভাব নেই। যদি নেইমার শতভাগ ফিট থাকে ও পুরোদমে খেলায় মনোযোগী হতে পারে, তাহলে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি।’
মাঠের চেয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। মাঠেও যে কাণ্ড করেন, সেটাও বা কম কী! কখনো প্রতিপক্ষের হালকা টোকা খেলেই মাটিয়ে গড়াগড়ি করেন, কখনো গোল উদ্যাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিতর্ক উসকে দেন। বহুবার দর্শকদের দুয়ো শুনলেই তাতে যেন কিছুই আসে-যায় না তাঁর।
অথচ বেপরোয়া জীবনটাকে একটুখানি বশে আনতে পারলেই নেইমার হতে পারতেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যদিও সেই সুযোগ এখনো আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দেশকে ‘হেক্সা’ এনে দিতে পারলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন তিনি।
সেটা করতে হলে নেইমারকে আগে সুশৃঙ্খল জীবনে ফেরা উচিত বলে মনে করেন রোনালদো নাজারিও। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত মহাতারকা মনে করেন, তাঁর উত্তরসূরির মধ্যে প্রতিভা কিংবা সামর্থ্যের ঘাটতি নেই। শুধু অখেলোয়াড়সুলভ আচরণ ও ‘পাগলামি’ বন্ধ করলেই ব্রাজিল সমর্থকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন তিনি।
ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদো সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে নেইমারকে নিয়ে বলেছেন, ‘ওর প্রতি ব্রাজিলিয়ানদের মনোভাব পরিষ্কার। সবাই চায় ওর হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতুক। অখেলোয়াড়সুলভ আচরণ বন্ধ করে ওকে খেলায় মনোযোগী হতে হবে। সামর্থ্যের প্রমাণ মাঠেই দিতে হবে। মাঠে শান্ত থাকলে পারলে ওর জন্যই সহায়ক হবে।’
২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত সেই আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।
সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের মতে, কাতারেই ঘুচবে ব্রাজিলের দুই দশকের আক্ষেপ, ‘শুধু বিশ্বকাপ নয়; যেকোনো প্রতিযোগিতায় ব্রাজিল ফেবারিট। কারণ, এই দলে প্রতিভার অভাব নেই। যদি নেইমার শতভাগ ফিট থাকে ও পুরোদমে খেলায় মনোযোগী হতে পারে, তাহলে আমাদের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৮ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১০ ঘণ্টা আগে