অভিনয় বাদ দিয়ে নেইমারকে খেলায় মনোযোগী হতে বললেন রোনালদো
মাঠের চেয়ে মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে আলোচনায় থাকেন নেইমার জুনিয়র। মাঠেও যে কাণ্ড করেন, সেটাও বা কম কী! কখনো প্রতিপক্ষের হালকা টোকা খেলেই মাটিয়ে গড়াগড়ি করেন, কখনো গোল উদ্যাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গিতে বিতর্ক উসকে দেন। বহুবার দর্শকদের দুয়ো শুনলেই তাতে যেন কিছুই আসে-যায় না ত