Ajker Patrika

কোচ আমাকে পছন্দ করবেন কি না, জানি না: নেইমার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩: ৩৬
কোচ আমাকে পছন্দ করবেন কি না, জানি না: নেইমার

২০২২ই শেষ বিশ্বকাপ—এমনটা নেইমার অনেক দিন আগেই জানিয়েছিলেন। কিন্তু নেইমার এবার ধোঁয়াশা সৃষ্টি করলেন ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়ে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বরং বল ঠেলে দিলেন কোচের কোর্টে।

২০২২ ফুটবল বিশ্বকাপ শেষে ব্রাজিল ফুটবল দলে কোচ পরিবর্তন হচ্ছে। কেননা, চলতি বছরের শুরুতেই তিতে ঘোষণা দিয়েছিলেন, কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। নতুন কোচের কৌশলের সঙ্গে নেইমার মানিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যেন একটু মজার ছলেই বললেন, ‘কোচিংয়ে পরিবর্তন আসছে এবং আমি জানি না কোচ আমাকে পছন্দ করবে কি না। এই বিশ্বকাপই আমার শেষ। সম্ভবত আমি আরেকটা খেলতেও পারি, না-ও পারি। আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আরেকটা বিশ্বকাপ খেলব কি না। আমি সত্যিই জানি না।’

ব্রাজিলের ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। ১২১ ম্যাচে করেছেন ৭৫ গোল। যেখানে বিশ্বকাপে ১০ ম্যাচে করেছেন ৬ গোল। আর ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামবেন নেইমাররা। ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত