২০০২ সালের পর থেকে প্রতি বিশ্বকাপে ব্রাজিল আসে ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু বিদায়টা হয় একরাশ হতাশা জড়িয়ে। ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ-খরা সমর্থকদের জন্য বেশ হতাশার। তবে এবার মনে হচ্ছে সেই আক্ষেপ মিটবে। অন্তত সেলেসাও কোচ তিতে দিচ্ছেন সেই ভরসাই।
২০১৬ সাল থেকে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো তিতের এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগে তাঁর কৌশলে রাশিয়ায় কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি পাঁচবারের বিশ্বসেরা দলটি। এক বিশ্বকাপে ব্যর্থ হয়ে পরের আসরে আবারও কোচের দায়িত্বে টিকে থাকা, ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশে ব্যতিক্রম ঘটনা বটে! ব্যর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে তিতে দেখিয়েছিলেন, পর্যাপ্ত সময় পেলে শিরোপা জেতানোর মতো একটা দল গড়ার সামর্থ্য আছে তাঁর। গত চার বছরে ৫০ ম্যাচে ৩৮ জয়ের বিপরীতে মাত্র তিন হার সাক্ষ্য দিচ্ছে, ৬১ বছর বয়সী কোচের হাত ধরে এবার খরা কেটেই যেতে পারে ব্রাজিলের।
রাশিয়ার হতাশা থেকে নিজেও শিখেছেন তিতে। এখন তিনি ক্ষোভ দেখাতে পারেন, দলকে খোলামেলাভাবে বলতে পারেন নিজের যেকোনো মতামত। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেছেন, ‘চার বছর আগে আমি অনেক বোকা আর অনভিজ্ঞ ছিলাম। খেলোয়াড়দের বলতাম, তাঁরা যেন ভিআর নিয়ে, রেফারিং নিয়ে কোনো অভিযোগ না করে। এখন আমরা জানি, রেফারি ভুল করলে ভদ্রভাবে অভিযোগ করা সম্ভব।’
দলকে নিয়ন্ত্রণ করতে যেমন শিখেছেন তিতে, তেমনি জেনেছেন বিশ্বকাপ জিততে হলে খেলোয়াড় নয়, একটা দল হয়ে খেলতে হবে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল, যাদের চোট সমস্যা নেই। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় বিশ্বকাপে খেলতে এসেছেন প্রতিটি খেলোয়াড়।
বিশ্বকাপ জিততে পারবেন কি না, জানেন না তিতে। তিনি চান শান্তি। আর ব্রাজিলকে শান্তি দিতে পারে শুধু শিরোপা, ‘জিতব কি না জানি না। আমি শুধু চাই শান্তি। কিছু বিষয় আছে, যা আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেরাটা দিলে অবশ্যই আমাদের স্বপ্নপূরণ সম্ভব।’
২০০২ সালের পর থেকে প্রতি বিশ্বকাপে ব্রাজিল আসে ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু বিদায়টা হয় একরাশ হতাশা জড়িয়ে। ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ-খরা সমর্থকদের জন্য বেশ হতাশার। তবে এবার মনে হচ্ছে সেই আক্ষেপ মিটবে। অন্তত সেলেসাও কোচ তিতে দিচ্ছেন সেই ভরসাই।
২০১৬ সাল থেকে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো তিতের এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগে তাঁর কৌশলে রাশিয়ায় কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি পাঁচবারের বিশ্বসেরা দলটি। এক বিশ্বকাপে ব্যর্থ হয়ে পরের আসরে আবারও কোচের দায়িত্বে টিকে থাকা, ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশে ব্যতিক্রম ঘটনা বটে! ব্যর্থ হলেও রাশিয়া বিশ্বকাপে তিতে দেখিয়েছিলেন, পর্যাপ্ত সময় পেলে শিরোপা জেতানোর মতো একটা দল গড়ার সামর্থ্য আছে তাঁর। গত চার বছরে ৫০ ম্যাচে ৩৮ জয়ের বিপরীতে মাত্র তিন হার সাক্ষ্য দিচ্ছে, ৬১ বছর বয়সী কোচের হাত ধরে এবার খরা কেটেই যেতে পারে ব্রাজিলের।
রাশিয়ার হতাশা থেকে নিজেও শিখেছেন তিতে। এখন তিনি ক্ষোভ দেখাতে পারেন, দলকে খোলামেলাভাবে বলতে পারেন নিজের যেকোনো মতামত। দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল কোচ বলেছেন, ‘চার বছর আগে আমি অনেক বোকা আর অনভিজ্ঞ ছিলাম। খেলোয়াড়দের বলতাম, তাঁরা যেন ভিআর নিয়ে, রেফারিং নিয়ে কোনো অভিযোগ না করে। এখন আমরা জানি, রেফারি ভুল করলে ভদ্রভাবে অভিযোগ করা সম্ভব।’
দলকে নিয়ন্ত্রণ করতে যেমন শিখেছেন তিতে, তেমনি জেনেছেন বিশ্বকাপ জিততে হলে খেলোয়াড় নয়, একটা দল হয়ে খেলতে হবে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল, যাদের চোট সমস্যা নেই। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় বিশ্বকাপে খেলতে এসেছেন প্রতিটি খেলোয়াড়।
বিশ্বকাপ জিততে পারবেন কি না, জানেন না তিতে। তিনি চান শান্তি। আর ব্রাজিলকে শান্তি দিতে পারে শুধু শিরোপা, ‘জিতব কি না জানি না। আমি শুধু চাই শান্তি। কিছু বিষয় আছে, যা আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেরাটা দিলে অবশ্যই আমাদের স্বপ্নপূরণ সম্ভব।’
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
৭ ঘণ্টা আগেআধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১২ দিন আগে