Ajker Patrika

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ দেখতে হাসপাতালের জরুরি বিভাগে লোকজন ভিড় করছেন। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ দেখতে হাসপাতালের জরুরি বিভাগে লোকজন ভিড় করছেন। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুরে ছুটিতে আসা এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত ওই নারী রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুণের স্ত্রী রত্না আক্তার ছবি (৫০)। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের জোয়ানা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেল (২৭) ও তাঁর সহযাত্রী শফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুজনেই নওগাঁর বদলগাছী থানার বাসিন্দা। রবিউল ইসলাম ঢাকা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় রত্না আক্তার ও তাঁর মেয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে আক্কেলপুর পৌর সদরের নিচাবাজার এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। জোয়ানা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে গিয়ে পাশের গাছে ধাক্কা খায়। এতে রত্না আক্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাত ৮টার দিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রত্না আক্তার মারা যান।

এদিকে থানা-পুলিশের একটি পিকআপ ভ্যানে করে আহত মোটরসাইকেলের চালক পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে ঘটনাস্থল থেকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর সহযাত্রী শফিকুল ইসলামকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহত নারীর স্বামী রেজাউল করিম তরুণ বলেন, ‘স্ত্রী ও মেয়ে দুপুরে ভাণ্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ভাড়া বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী মারা গেছেন।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ আদনান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন গৃহবধূ মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আইনগত প্রক্রিয়া চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত