কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলী) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, উপজেলার সাহাবাজ এলাকার আমতলী নামের বাজারে নজর আলী নামের এক ব্যক্তি নতুন সারের দোকান চালু করেন। আজ ছিল উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন। মাগরিবের নামাজের পর উদ্বোধন উপলক্ষে দোকানের ভেতর মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়।
দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় দোকানঘরের ভেতর জিকির করার সময় টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন, শরিফুলসহ সাতজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলী) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, উপজেলার সাহাবাজ এলাকার আমতলী নামের বাজারে নজর আলী নামের এক ব্যক্তি নতুন সারের দোকান চালু করেন। আজ ছিল উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন। মাগরিবের নামাজের পর উদ্বোধন উপলক্ষে দোকানের ভেতর মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়।
দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় দোকানঘরের ভেতর জিকির করার সময় টিনের সঙ্গে লেগে থাকা শাহাবুদ্দিন, শরিফুলসহ সাতজন বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৫ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৬ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৬ ঘণ্টা আগে