Ajker Patrika

‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল’

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২৩: ৩০
‘বিশ্বকাপ জিতবে ব্রাজিল’

ফুটবল বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ভক্তদের মাঝে উত্তেজনা যেন ততই বাড়ছে। কোন দল চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে চায়ের কাপে প্রতিদিনই উঠছে আলোচনার ঝড়। আর ব্রাজিল সমর্থকদের এবার সুখবর দিল পরিসংখ্যাভিত্তিক অ্যাপ্লিকেশন অপ্টা। অপ্টার মতে, এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল।

২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ৩২ দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ। আর শতকরা ভিত্তিতে ১৬ দলের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা। তাতে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখানো হয়েছে। তিতের শিষ্যদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৫.৮%। ব্রাজিলের পরে আর্জেন্টিনার ১২.৬% নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা  ১২.২%, ৯.১% ও ৭.৮%। এই ১৬ দলের মধ্যে ০.৮% নিয়ে সবার নিচে সার্বিয়া।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। যা ব্রাজিলের পঞ্চম শিরোপা। এরপরের চার বিশ্বকাপে ব্রাজিল কখনো ফাইনালেই যেতে পারেনি। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। ২০১৪, ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালেই থেমে গিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘হেক্সা’ মিশনে নামবে ব্রাজিল। ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত