Ajker Patrika

৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫: ২৪
৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ

২০০২ বিশ্বকাপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। বিশ্বজয়ী সেই দলের কোচ ছিলেন লুইস ফেলিপ স্কোলারি। স্কলারি এবার ছাড়লেন কোচিংয়ের দায়িত্ব। তাতে দীর্ঘ ৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান এই কোচ।

সোমবার জোয়াকিম আমেরিকো গুইমারেস স্টেডিয়ামে মুখোমুখি হয় আতলেতিকো পারানায়েন্স-বোতাফোগো। এই ম্যাচে বোতাফোগোকে ৩-০ গোলে হারিয়ে দেয় পারানায়েন্স। ম্যাচ শেষে কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন স্কলারি। স্কলারি বলেন, ‘কোচিং অধ্যায় বেশ সুন্দরমতো শেষ করলাম। যা আশা করেছিলাম তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আজ আমি ইতি টানলাম।’

১৯৮২ সালে স্বদেশি ক্লাব সিএসএর হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন স্কলারি। ৪০ বছরের কোচিং ক্যারিয়ারে ১৫টি ক্লাব এবং ব্রাজিল, পর্তুগাল, কুয়েত আন্তর্জাতিক ফুটবলে এই তিন দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন স্কলারি। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পর পর্তুগাল দলের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে ২০০৪ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় পর্তুগাল।  এরপর ২০১২ সালে আবারও নেন ব্রাজিলের দায়িত্ব। স্কলারির অধীনে ২০১৩ কনফেডারেশন্স কাপ জেতে ব্রাজিল।  স্কলারির অধীনে ১৯৯০ সালে অ্যারাবিয়ান গাল্ফ কাপ জেতে কুয়েত।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত