নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
ভরা সংবাদ সম্মেলনে কাবরেরার পদত্যাগের দাবি তুলেছিলেন নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। পরে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। এবার সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও জাতীয় দল কমিটির সদস্য ছাইদ হাসান কানন।
সম্প্রতি জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে দুটো উপ কমিটি গঠন করেছে বাফুফে। এর কারণ হিসেবে বসুন্ধরা অনুশীলন মাঠে আজ সংবাদমাধ্যমকে কানন বলেন, ‘জাতীয় দলের দুটো ম্যাচ দেখেছি, সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে। ম্যাচ দেখার পর আমরা বুঝলাম কোচিং স্টাফ আর যারা টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে দায়িত্বে ছিল তাদের ভেতর আমরা অনেক কিছু পরিলক্ষিত করেছি। ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে কি না, বা ফ্যাসিলিটিজের কোনো সমস্যা আছে কি না, কোচিং স্টাফদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে কি না। এগুলো সব খুঁজে বের করার জন্য আমাদের উপকমিটি করে দেওয়া হয়েছে।’
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কানন দিলেন বিস্ফোরক তথ্য, ‘দল যখন হোটেল থেকে আসে তখন আমাদের হেডকোচ নিজে দেরিতে এসেছে। সেই সঙ্গে মাঠের খেলোয়াড় বদল নিয়েও আমরা ফলোআপ করেছি। চারটা খেলোয়াড় একসঙ্গে বদল করা আমার কাছে খারাপ লেগেছে একজন সাবেক খেলোয়াড় এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে।’
জামাল ভূঁইয়াকে সিঙ্গাপুরের বিপক্ষে না খেলানোয় চটেছেন কানন। তিনি বলেন, ‘আল আমিনকে নামানোর পর রাকিব কেন রাইটব্যাক হয়ে গেল? ওই সময়টায় কিন্তু টেম্পো ছিল দলের। আমাদের জেতার সুযোগ ছিল এবং জামালকে কেন নামানো হলো না। জামাল ভুটান ম্যাচে সেটপিস থেকে হামজাকে দিয়ে গোল করিয়েছে। ওই সময় আমরা এগারোটা কর্নার পেয়েছি। জামাল যদি তখন নামতো, তাহলে সেটপিস থেকে একটা অন্তত গোল করার সুযোগ ছিল আমাদের।’
কৌশলে এত ভুল থাকার পরও কেন কাবরেরাকে এখনো রাখা হয়েছে? কাননের জবাব, ‘কোচকে ধরে রাখা হবে, নাকি বিদায় করে দেওয়া হবে সেই সিদ্ধান্ত জাতীয় দল কমিটির। এই কমিটির চেয়ারম্যান বাফুফের সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল। উনার দায়িত্ব এটা, আমরা তো কমিটির সদস্য, আমাদের দায়িত্ব না এটা।’
কানন অবশ্য জাতীয় দল উপকমিটিতে নেই। অনূর্ধ্ব-২৩ দলে রাখা হয়েছে তাঁকে। সেপ্টেম্বরে নেপাল ম্যাচ সামনে রেখে ১৩ আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
সিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
ভরা সংবাদ সম্মেলনে কাবরেরার পদত্যাগের দাবি তুলেছিলেন নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। পরে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। এবার সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও জাতীয় দল কমিটির সদস্য ছাইদ হাসান কানন।
সম্প্রতি জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল নিয়ে দুটো উপ কমিটি গঠন করেছে বাফুফে। এর কারণ হিসেবে বসুন্ধরা অনুশীলন মাঠে আজ সংবাদমাধ্যমকে কানন বলেন, ‘জাতীয় দলের দুটো ম্যাচ দেখেছি, সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে। ম্যাচ দেখার পর আমরা বুঝলাম কোচিং স্টাফ আর যারা টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে দায়িত্বে ছিল তাদের ভেতর আমরা অনেক কিছু পরিলক্ষিত করেছি। ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে কি না, বা ফ্যাসিলিটিজের কোনো সমস্যা আছে কি না, কোচিং স্টাফদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে কি না। এগুলো সব খুঁজে বের করার জন্য আমাদের উপকমিটি করে দেওয়া হয়েছে।’
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কানন দিলেন বিস্ফোরক তথ্য, ‘দল যখন হোটেল থেকে আসে তখন আমাদের হেডকোচ নিজে দেরিতে এসেছে। সেই সঙ্গে মাঠের খেলোয়াড় বদল নিয়েও আমরা ফলোআপ করেছি। চারটা খেলোয়াড় একসঙ্গে বদল করা আমার কাছে খারাপ লেগেছে একজন সাবেক খেলোয়াড় এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে।’
জামাল ভূঁইয়াকে সিঙ্গাপুরের বিপক্ষে না খেলানোয় চটেছেন কানন। তিনি বলেন, ‘আল আমিনকে নামানোর পর রাকিব কেন রাইটব্যাক হয়ে গেল? ওই সময়টায় কিন্তু টেম্পো ছিল দলের। আমাদের জেতার সুযোগ ছিল এবং জামালকে কেন নামানো হলো না। জামাল ভুটান ম্যাচে সেটপিস থেকে হামজাকে দিয়ে গোল করিয়েছে। ওই সময় আমরা এগারোটা কর্নার পেয়েছি। জামাল যদি তখন নামতো, তাহলে সেটপিস থেকে একটা অন্তত গোল করার সুযোগ ছিল আমাদের।’
কৌশলে এত ভুল থাকার পরও কেন কাবরেরাকে এখনো রাখা হয়েছে? কাননের জবাব, ‘কোচকে ধরে রাখা হবে, নাকি বিদায় করে দেওয়া হবে সেই সিদ্ধান্ত জাতীয় দল কমিটির। এই কমিটির চেয়ারম্যান বাফুফের সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল। উনার দায়িত্ব এটা, আমরা তো কমিটির সদস্য, আমাদের দায়িত্ব না এটা।’
কানন অবশ্য জাতীয় দল উপকমিটিতে নেই। অনূর্ধ্ব-২৩ দলে রাখা হয়েছে তাঁকে। সেপ্টেম্বরে নেপাল ম্যাচ সামনে রেখে ১৩ আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৩০ মিনিট আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
২ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
৪ ঘণ্টা আগে