Ajker Patrika

ট্র্যাকে লাইলসের কাণ্ড, ধাক্কা দিলেন বেডনারেক

ক্রীড়া ডেস্ক    
লাইলসকে এভাবেই ধাক্কা দেন বেডনারেক। ছবি: এএফপি
লাইলসকে এভাবেই ধাক্কা দেন বেডনারেক। ছবি: এএফপি

২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।

কিন্তু ‘খুশি’টা লাইলসের স্বদেশি কেনি বেডনাকের জন্য নয়! ট্র্যাকে দৌড়ের শেষ দিকে প্রতিদ্বন্দ্বী বেডনারেকের দিকে ঘুরিয়ে তাকিয়েছিলেন লাইলস, যেটি ভালোভাবে নিতে পারেননি বেডনারেক।

নেবেন কেন! পেশাদার ট্র্যাকে কেউ ওভাবে পেছন ফিরে তাঁকায়? বেইজিংয়ের ট্র্যাকে একবার এভাবেই উসাইন বোল্ট তাকিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী স্প্রিন্টারের দিকে। জ্যামাইকা স্প্রিন্টারের সেই অঙ্গভঙ্গি নিয়ে পরে শুরু হয়েছিল নানা আলোচনা। কেউ কেউ বলছেন দৌড়ের মধ্যে ওভারে তাকিয়ে বোল্ট প্রতিদ্বন্দ্বীকে বোঝাতে চেয়েছিলেন, ‘এভাবে দৌড়াতে হয়’, কেউবা আবার বলেছিলেন, সেটা নয়, বোল্ট আসলে বোঝাতে চেয়েছিলেন ‘পারলে আমায় আটকাও’।

ট্র্যাকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে বোল্ট এতটাই এড়িয়ে থাকতেন যে সেটা তাঁর জন্য বেমানান ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রায়ালে পরশু ২০০ মিটারে স্বদেশি বেডনারেকের দিকে তাকিয়ে কী বোঝাতে চেয়েছেন লাইলস। তা তিনি যা-ই বোঝাতে চান না কেন, সেটা ভালোভাবে নিতে পারেননি বেডনারেক। ফিনিশিং রেখা সমাপ্তির পর রাগে, দুঃখে লাইলসকে পেছন থেকে ধাক্কা মারেন বেডনারেক।

পরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে কোনো কথা বলেননি নোয়া লাইলস। ‘কোচের নির্দেশ, কোনো মন্তব্য করব না’ বলে এ সম্পর্কিত সব প্রশ্ন এড়িয়ে যান লাইলস। কিন্তু ক্ষুব্ধ বেডনারেক মুখে কলুপ আটেননি। ক্ষোভ উগরে দিয়েছেন লাইলসের ওপর। বেডনারেক বললেন, ‘এটি পুরোপুরি অপেশাদার আচরণ। এসব সহ্য করা কঠিন। এসব হজমের অভ্যাস আমার নেই। এটা ভালো চরিত্রের পরিচায়ক নয়।’

তবে লাইলসের ট্র্যাকের পারফরম্যান্সটাকে ‘ভালো’ বলতেই হয়। যদিও ২০০ মিটার স্প্রিন্টে লাইলসের সেরা টাইমিং ১৯.৩১ সেকেন্ড। তবে তিনি এ দিন সময় নেন ১৯.৬৩ সেকেন্ড। চোটের কারণে ট্র্যাকে এই মৌসুমে অনিয়মিত ছিলেন লাইলস। তাই পরশুর পারফরম্যান্সটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। ঘোষণাও দিলেন, ‘এখন যদি ওরা আমাকে হারাতে না পারে আর কখনোই পারবে না।’

কিন্তু লাইলসকে উল্টো চ্যালেঞ্জ করলেন বেডনারেক, ‘আমরা আবার যখন মুখোমুখি হব, আমিই জিতব। এটাই আমার একমাত্র লক্ষ্য।’ যুক্তরাষ্ট্রের ট্রায়ালে তিনটি রেসে দৌড়েছেন লাইলস। অন্যদিকে পাঁচটিতে বেডনারেক। তাই পরশু লাইলসের জয়ের পেছনে তাঁর সতেজ থাকাটাকেই কারণ হিসেবে দেখছেন বেডনারেক, ‘ও যদি আমার দিকে তাকিয়ে উত্ত্যক্ত করতে চায়, সমস্যা নেই। আমি কিন্তু পাঁচবার দৌড়েছি। আর সে সতেজ ছিল। আমরা যখন দুজনেই সতেজ থাকব, তখন দেখা যাবে কে জেতে। তাকে হারিয়ে দেওয়া নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত