নেইমার ব্রাজিল দলে সুযোগ পাওয়ার আগেই পেয়েছিলেন তারকা খ্যাতি। ভাবা হচ্ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তিনিই হবেন সেরা ফুটবলার। তবে সময়ের সঙ্গে পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি নেইমার। ব্যক্তিগত অর্জনে তাঁদের ধারে কাছে নেই এ ব্রাজিলিয়ান। তবে ব্রাজিল দলে এখনো নেইমারকে সবচেয়ে বড় তারকা মনে করেন কোচ তিতে। পাশাপাশি ভিনিসিয়ুস-রাফিনহাদের আলোয় নেইমারের আভা কিছুটা কমে গেছে বলেও মনে করেন বর্ষীয়ান এই কোচ।
আসন্ন বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। নেইমারের জন্য এটি হবে তৃতীয় বিশ্বকাপ। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা গত দুই বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। তবু তাঁর ওপর ভরসা রাখছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ তিতে নেইমারকে কেন্দ্র করে ‘হেক্সা’ জয়ের ছকও সাজাচ্ছেন। তবে নেইমার ছাড়া ভিনিসিয়ুসদের মতো তারকারাও আশা দেখাচ্ছেন ব্রাজিল কোচকে।
সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘নেইমার হচ্ছে নেইমার। সে এখনো আমাদের দলের সেরা খেলোয়াড়। তবে ওর আশপাশে থাকা তারকাদের কারণে আভা কিছুটা কমে গেছে। ওর মহত্ত্ব হলো সে এ বিষয়টি বুঝেছে এবং উদীয়মানদের উন্নতিতে সহায়তা করছে। সে ছেলেদের উৎসাহ দিচ্ছে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য। সময় ও অভিজ্ঞতা তাকে পরিণত করেছে।’
এ সময় নেইমার খেলোয়াড় হিসেবে বড় বলে তাঁর ওপর প্রত্যাশাও বেশি থাকবে বলে জানান তিতে। যদিও বাকিদের তারকাদের কারণে সেই চাপ কিছুটা কমেছে বলেও মনে করছেন তিনি।
নেইমার ব্রাজিল দলে সুযোগ পাওয়ার আগেই পেয়েছিলেন তারকা খ্যাতি। ভাবা হচ্ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তিনিই হবেন সেরা ফুটবলার। তবে সময়ের সঙ্গে পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি নেইমার। ব্যক্তিগত অর্জনে তাঁদের ধারে কাছে নেই এ ব্রাজিলিয়ান। তবে ব্রাজিল দলে এখনো নেইমারকে সবচেয়ে বড় তারকা মনে করেন কোচ তিতে। পাশাপাশি ভিনিসিয়ুস-রাফিনহাদের আলোয় নেইমারের আভা কিছুটা কমে গেছে বলেও মনে করেন বর্ষীয়ান এই কোচ।
আসন্ন বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। নেইমারের জন্য এটি হবে তৃতীয় বিশ্বকাপ। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা গত দুই বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। তবু তাঁর ওপর ভরসা রাখছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ তিতে নেইমারকে কেন্দ্র করে ‘হেক্সা’ জয়ের ছকও সাজাচ্ছেন। তবে নেইমার ছাড়া ভিনিসিয়ুসদের মতো তারকারাও আশা দেখাচ্ছেন ব্রাজিল কোচকে।
সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘নেইমার হচ্ছে নেইমার। সে এখনো আমাদের দলের সেরা খেলোয়াড়। তবে ওর আশপাশে থাকা তারকাদের কারণে আভা কিছুটা কমে গেছে। ওর মহত্ত্ব হলো সে এ বিষয়টি বুঝেছে এবং উদীয়মানদের উন্নতিতে সহায়তা করছে। সে ছেলেদের উৎসাহ দিচ্ছে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য। সময় ও অভিজ্ঞতা তাকে পরিণত করেছে।’
এ সময় নেইমার খেলোয়াড় হিসেবে বড় বলে তাঁর ওপর প্রত্যাশাও বেশি থাকবে বলে জানান তিতে। যদিও বাকিদের তারকাদের কারণে সেই চাপ কিছুটা কমেছে বলেও মনে করছেন তিনি।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৫ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে