Ajker Patrika

ফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স, গুগলের ভবিষ্যদ্বাণী

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৯
ফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স, গুগলের ভবিষ্যদ্বাণী

ফুটবল বিশ্বকাপ শুরু হতে প্রায় দুই মাস বাকি। ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, কারা ফাইনাল খেলবে তা নিয়ে। গুগলও ভবিষ্যদ্বাণী দিয়েছে কাতার বিশ্বকাপের ফাইনালিস্টের ব্যাপারে। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের মতে, কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিল ও ফ্রান্স। 

‘লুসাইল স্টেডিয়াম ইভেন্টস’ লিখে অনলাইনে অনেকে সার্চ করেছিলেন। তখনই ‘ব্রাজিল-ফ্রান্স ফাইনাল’ নিয়ে ভুল তথ্য পেয়েছেন গুগল ব্যবহারকারীরা। সোমবার ‘অ্যাটাক ফুটবলেরো’ টুইটার অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করা হলে ব্যাপারটি দ্রুত ভাইরাল হয়ে যায়। 

এক প্রতিবেদনে দোহা নিউজ জানিয়েছে, ফুটবল ভক্তরা এটাকে ফিফা এবং ফুটবল বিশ্বের গণ্যমান্যদের সম্মিলিত ষড়যন্ত্র মনে করতে পারে। কেননা বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য সার্চ ইঞ্জিন এমন শিশুতোষ ভুল করেছে।

ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য গুগল ভুল শুধরে ফেলে। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য নিউ আরব’ কাতার বিশ্বকাপের ১৮ ডিসেম্বরের ফাইনালিস্ট হিসেবে অবশ্য ‘টিবিসি ভার্সেস টিবিসি’ লেখা দেখতে পেয়েছে। 

২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে। ‘ডি’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া। আর ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘হেক্সামিশন’ শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপে সেলেসাওদের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত