‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’
ধাক্কা খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দেখাচ্ছে। দুর্দান্ত আর্জেন্টিনা আগামীকাল লুসাইলে ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে। ডিয়েগো ম্যারাডোনার ছেলে জানিয়েছেন, বাবা (ম্যারাডোনা) থাকলে এই দল নিয়ে গর্ব করতেন।