ফাইনালের জন্য প্রস্তুত মেসি
রোববার ফ্রান্সের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছেন দলটির ফুটবলাররা। তবে চোটের শঙ্কাও আছে আর্জেন্টিনা দলে। চোটের তালিকায় সবচেয়ে বড় নাম লিওনেল মেসি! যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাইনালে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মেসি।