Ajker Patrika

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বুসকেটস

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৬
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বুসকেটস

বিশ্বকাপ থেকে স্পেনের ছিটকে যাওয়ার পরেই গুঞ্জন উঠেছিল অবসর নিতে পারেন সার্জিও বুসকেটস। আজ সেই গুঞ্জন সত্যি হলো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। 

সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুসকেটস। কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক লিখেছেন, ‘আমি ঘোষণা করতে চাই যে প্রায় ১৫ বছর এবং ১৪৩ ম্যাচ পরে, সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর।’

নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছেন বলে জানিয়েছেন বুসকেটস। তিনি লিখেছেন, ‘সতীর্থ ও দলের সাফল্যের জন্য সব সময় সংগ্রাম করেছি। এর জন্য গর্বের সঙ্গে আমার সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছি।’ 

দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বুসকেটস। ২০১০ বিশ্বকাপজয়ী সদস্য লিখেছেন, ‘এই দীর্ঘ পথে যাঁরা আমার সঙ্গে ছিলেন, আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ভিসেন্তে দেল বক্স, যিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। শেষ সেকেন্ড পর্যন্ত আমাকে উপভোগ করার সুযোগ দিয়েছেন লুইস এনরিকে। জুলেন লোপেতেগুই, ফার্নান্দো হিয়েরো, রবার্ট মোরেনো এবং তাদের সমস্ত কর্মীকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’ 

 ২০০৯ সালে স্পেনের হয়ে অভিষেক হয় বুসকেটসের। দেশের হয়ে ১৪৩ ম্যাচে ৩ গোল করেছেন বার্সেলোনা অধিনায়ক। এ সময় ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত