Ajker Patrika

ফাইনালের জন্য প্রস্তুত মেসি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২৩: ০৪
ফাইনালের জন্য প্রস্তুত মেসি

রোববার ফ্রান্সের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছেন দলটির ফুটবলাররা। তবে চোটের শঙ্কাও আছে আর্জেন্টিনা দলে। চোটের তালিকায় সবচেয়ে বড় নাম লিওনেল মেসি! যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফাইনালে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মেসি।

লিওনেল মেসির হ্যামস্ট্রিং (পেশি) চোট নিয়ে গুঞ্জন রয়েছে। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরদিন বিশ্রাম এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মেসি-দি মারিয়ারা। ফুরফুরে মেজাজে কাতার বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেন আর্জেন্টাইন ফুটবলাররা। তবে এদিন এমিলিয়ানো মার্তিনেজ ছাড়া অনুশীলন করেননি শুরুর একাদশে খেলা ফুটবলাররা। অনুশীলন না করলেও মেসি সেখানে উপস্থিত ছিলেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে খুব বেশি দৌড়াতে দেখা যায়নি মেসিকে। ঊরুর পেশিতে বারবার হাত দিতেও দেখা গেছে তাঁকে। তবে চোট কতটা গুরুতর এ ব্যাপারে কিছু জানা যায়নি। আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, চোট খুব গুরুতর নয়, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এ জন্য অনুশীলন করেননি মেসি। গোলরক্ষক এমি মার্তিনেজও বললেন, ‘তেমন বড় কোনো চোট নয় (মেসির)।’

সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন দি মারিয়া। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে চোট পাওয়া এই ফুটবলার ফাইনালে খেলতে সম্পূর্ণ ফিট। তবে গোড়ালির চোট নিয়ে ভুগছেন আলেহান্দ্রো গোমেজ। মিডফিল্ডার এখনো ফিট নন। লিওনেল স্কালোনি আজ শিষ্যদের নিয়ে ইনডোরে অনুশীলন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত