প্রতি বছর অল্প সংখ্যক দল নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ। এবার সেই ধারণা থেকে বেরিয়ে আসছে ফিফা। ৩২ দল নিয়ে হবে পরবর্তী ক্লাব বিশ্বকাপ।
আজ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপের ধারণা দিয়েছেন। যেখানে ৭ দল থেকে বেড়ে হচ্ছে ৩২ দল। ২০২৫ থেকে হবে ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপ। যা অনেকটা ফুটবল বিশ্বকাপের আদলে হবে। ইনফান্তিনো বলেন, ‘৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে। প্রতি চার বছর পর পর হবে এবং এটা হবে ২০২৫ সাল থেকে। বিশ্বের সেরা দলগুলো এখানে অংশগ্রহণ করবে।’
এমন পরিকল্পনা অবশ্য অনেক আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি বলেন, ‘৪ বছর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম যে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হতো। ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে বাতিল করা হয়েছে।’
আগে ক্লাব বিশ্বকাপে অংশ নিত ৭ দল। ৬ কনফেডারেশনের সেরা দল এবং আয়োজক দেশের একটি ক্লাব। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের হয়েছে ১৮ মৌসুম। তার মধ্যে সর্বোচ্চ চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে দেয় চেলসি।
প্রতি বছর অল্প সংখ্যক দল নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ। এবার সেই ধারণা থেকে বেরিয়ে আসছে ফিফা। ৩২ দল নিয়ে হবে পরবর্তী ক্লাব বিশ্বকাপ।
আজ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপের ধারণা দিয়েছেন। যেখানে ৭ দল থেকে বেড়ে হচ্ছে ৩২ দল। ২০২৫ থেকে হবে ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপ। যা অনেকটা ফুটবল বিশ্বকাপের আদলে হবে। ইনফান্তিনো বলেন, ‘৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে। প্রতি চার বছর পর পর হবে এবং এটা হবে ২০২৫ সাল থেকে। বিশ্বের সেরা দলগুলো এখানে অংশগ্রহণ করবে।’
এমন পরিকল্পনা অবশ্য অনেক আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি বলেন, ‘৪ বছর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম যে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হতো। ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে বাতিল করা হয়েছে।’
আগে ক্লাব বিশ্বকাপে অংশ নিত ৭ দল। ৬ কনফেডারেশনের সেরা দল এবং আয়োজক দেশের একটি ক্লাব। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের হয়েছে ১৮ মৌসুম। তার মধ্যে সর্বোচ্চ চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে দেয় চেলসি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
৩৫ মিনিট আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১০ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১১ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১১ ঘণ্টা আগে