গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হতে আর মাত্র তিন দিনের অপেক্ষা। রোববারের ফাইনালের পরই আবারও চার বছরের জন্য ঠান্ডা হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার। একদল জয়ী হয়ে স্বদেশে ফিরবে বিশ্বজয়ের আনন্দ নিয়ে। অন্য দল ভুলে যেতে চাইবে।
টানা দ্বিতীয়বারের মতো দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবে দারুণ সুনাম হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের। অপরদিকে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে দেশকে কোপা আমেরিকার ট্রফি জেতানো কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু কে জিতবে সোনালি সেই ট্রফি?
ফাইভ থার্টি এইট নামের একটি ফুটবল বিষয়ক সাইটের দাবি আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ। ফুটবলের শক্তি ও সামর্থ্য নিয়ে গবেষণা করে ভবিষ্যদ্বাণী করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আগে তারা কাতার বিশ্বকাপের সেমিতে খেলবে কারা কারা এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তথ্য ও উপাত্তের সহযোগে করা এই ভবিষ্যদ্বাণী বেশির ভাগ ক্ষেত্রেই সত্য হয়েছে।
ফাইভ থার্টি এইটের ভবিষৎবানীতে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৫৩ ভাগ। আর অপর ফাইনালিস্ট ফরাসিদের সম্ভাবনা ৪৭ ভাগ। গবেষণা মাধ্যমটির ফুটবলের সক্ষমতা বিবেচনায়ও এগিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লাতিন দেশটি। সেখানে একশতে আর্জেন্টিনার রেটিং ৮৮ দশমিক ৯।
ফাইনালের অপর প্রতিপক্ষের রেটিং সেখানে ৮৮ দশমিক ৪। আহামরি পার্থক্য না থাকলেও এগিয়েই রাখছে আর্জেন্টিনাকে। প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণী সত্য হলে রোববার রাতে কি মেসির হাতেই উঠবে সেই আকাঙ্ক্ষিত শিরোপা?
গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হতে আর মাত্র তিন দিনের অপেক্ষা। রোববারের ফাইনালের পরই আবারও চার বছরের জন্য ঠান্ডা হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনার। একদল জয়ী হয়ে স্বদেশে ফিরবে বিশ্বজয়ের আনন্দ নিয়ে। অন্য দল ভুলে যেতে চাইবে।
টানা দ্বিতীয়বারের মতো দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবে দারুণ সুনাম হচ্ছে ফরাসি কোচ দিদিয়ের দেশমের। অপরদিকে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে দেশকে কোপা আমেরিকার ট্রফি জেতানো কোচ লিওনেল স্কালোনির প্রশংসাও করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু কে জিতবে সোনালি সেই ট্রফি?
ফাইভ থার্টি এইট নামের একটি ফুটবল বিষয়ক সাইটের দাবি আর্জেন্টিনাই জিতবে বিশ্বকাপ। ফুটবলের শক্তি ও সামর্থ্য নিয়ে গবেষণা করে ভবিষ্যদ্বাণী করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। এর আগে তারা কাতার বিশ্বকাপের সেমিতে খেলবে কারা কারা এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তথ্য ও উপাত্তের সহযোগে করা এই ভবিষ্যদ্বাণী বেশির ভাগ ক্ষেত্রেই সত্য হয়েছে।
ফাইভ থার্টি এইটের ভবিষৎবানীতে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা ৫৩ ভাগ। আর অপর ফাইনালিস্ট ফরাসিদের সম্ভাবনা ৪৭ ভাগ। গবেষণা মাধ্যমটির ফুটবলের সক্ষমতা বিবেচনায়ও এগিয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লাতিন দেশটি। সেখানে একশতে আর্জেন্টিনার রেটিং ৮৮ দশমিক ৯।
ফাইনালের অপর প্রতিপক্ষের রেটিং সেখানে ৮৮ দশমিক ৪। আহামরি পার্থক্য না থাকলেও এগিয়েই রাখছে আর্জেন্টিনাকে। প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণী সত্য হলে রোববার রাতে কি মেসির হাতেই উঠবে সেই আকাঙ্ক্ষিত শিরোপা?
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে