Ajker Patrika

ফাইনালে খেলা নিয়ে বেনজেমার বার্তা! 

ফাইনালে খেলা নিয়ে বেনজেমার বার্তা! 

বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে ঊরুর পেশির চোটে পড়েন করিম বেনজেমা। এতে তাঁর বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায়। চোটের কারণে দলের ক্যাম্প ছেড়ে কাতার থেকে ফ্রান্সে ফিরে যান তিনি। দেশের ফিরলেও বিশ্বকাপ দলের এখনো আছেন এই স্ট্রাইকার। কোচ দিদিয়ের দেশম দল থেকে বেনজেমাকে বাদ দেননি। 

আগামীকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ফ্রান্স। চোট কাটিয়ে বেনজমাও এখন ফিট। যদিও সেমিফাইনাল পর্যন্ত তাঁকে খেলানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। কিন্তু ফাইনালে ফরাসিরা মাঠে নামার আগে গুঞ্জন উঠেছে বেনজেমার খেলা নিয়েও। 

অবশ্য ফ্রান্স কোচ দেশম ফাইনালে বেনজেমার খেলা নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চেয়েছেন, মাঠে না খেললেও চোটে পড়া ফুটবলাররা অন্তত ফাইনালে গ্যালারিতে থাকুক। 

এই পরিস্থিতির মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন বেনজেমা। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখলেন, 'দ্যাট ডাজেন্ট ইন্টারেস্ট মি'। অর্থাৎ 'আমি আগ্রহী নই'। এর দ্বারা বিশ্বকাপের ফাইনালে না খেলার একটা ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ফ্রান্স কোচের আচরণ নাকি পছন্দ হয়নি বেনজেমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত