Ajker Patrika

মেসিদের ব্যাপারে ভাবছেন না দেশম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯: ৩৪
মেসিদের ব্যাপারে ভাবছেন না দেশম

২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হতে আর বেশি দেরী নেই। আগামীকাল লুসাইলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। যেখানে বিশ্বের অধিকাংশ ভক্ত-সমর্থক ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন। তবে এটা নিয়ে মোটেও ভাবছেন না দিদিয়ের দেশম। 

আর্জেন্টিনার হাতে শিরোপা দেখতে চাওয়ার কারণ মূলত লিওনেল মেসি। ২০০৫ থেকে শুরু করে এখনো খেলছেন। আর্জেন্টিনার জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। যার অনেক ভক্ত রয়েছেন। পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে এখনো বিশ্বকাপ জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে শিরোপার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মেসিকে। 

দেশম আর্জেন্টিনার এত সমর্থক হওয়ার পেছনে মেসির জনপ্রিয়তাকেই মনে করেন। তারপরও তিনি খেলাতেই পূর্ণ মনোযোগ দিতে চান। ফ্রান্সের কোচ বলেন, ‘আমারও তেমনটাই মনে হচ্ছে। তবে সেটা আমাকে এত বেশি ভাবাচ্ছে না। এমন ম্যাচে আপনাকে খেলাতেই ফোকাস রাখতে হবে। আমি জানি আর্জেন্টিনা এবং বিশ্বের আরও অনেকে এবং ফ্রান্সেরও কয়েকজন চাচ্ছেন লিওনেল মেসি বিশ্বকাপ জিতুক। কিন্তু আমরা জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ 

কাতার বিশ্বকাপের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। তিনবার আকাশী-নীলরা হয়েছে রানার্সআপ। অন্যদিকে ফ্রান্স এই নিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলছে চতুর্থবারের মতো। এর আগের তিনবারের মধ্যে দুবার হয়েছে চ্যাম্পিয়ন। একবার হয়েছে রানার্সআপ, যেখানে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত