Ajker Patrika

রোগীর সেবায় দেম্বেলের আদা-মধু চা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৩: ১৬
রোগীর সেবায় দেম্বেলের আদা-মধু চা

দুয়ারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর এক ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আর সেই চ্যাম্পিয়ন হওয়ার পথে ফরাসিদের প্রথম বাধা বিশ্ব ফুটবলের আরেক শক্তি আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন এই আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করেই জয় নিশ্চিত করতে হবে শিরোপা। 
কিন্তু ফ্রেঞ্চদের বিশ্বকাপ স্কোয়াডে তার আগেই লড়াই শুরু হয়ে গেছে অন্য রকম। সে আবার কী?

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই ফ্রান্স দলে চোটের থাবা। একের পর এক ছিটকে গেছেন করিম বেনজেমা, পল পগবা, এনগোলো কান্তে ও ক্রিস্টোফার এনকুঙ্কুর মতো খেলোয়াড়েরা। বিশ্বকাপেও চোটের থাবা থামছেই না এমবাপ্পেদের।

গত কয়েক দিন ধরেই উট ভাইরাসে আক্রান্ত ফ্রান্স স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য। তাদের নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। প্রথমে ‘ক্যামেল ফ্লু’তে আক্রান্ত হয়েছিলেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। এবারে আক্রান্ত হয়েছেন দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে।

ভাইরাস আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে কোচ চিন্তিত থাকলেও চিন্তিত নন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন দেম্বেলে, ‘না, আমরা ভাইরাস নিয়ে আতঙ্কিত নই। দায়োত এবং আদরিয়ানের (রাবিও) মাথা ব্যথা করছিল। আমি তাদের আদা-মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি যাতে তা সেরে যায়।’

ওসমানে দেম্বেলের আদা-মধু চায়ের ওষুধে সুস্থ হয়ে গেলেই তাদের আগামীকাল ফাইনালের দলে পাওয়া যাবে। ফরাসি কোচও তাই প্রত্যাশা করছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে দলে ফেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত