Ajker Patrika

ফাইনালের দিন ১৪ হাজার পুলিশ থাকবে ফ্রান্সে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২: ৪৩
ফাইনালের দিন ১৪ হাজার পুলিশ থাকবে ফ্রান্সে

২০২২ ফুটবল বিশ্বকাপ চলছে কাতারে। আর এই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ চলাকালীন হঠাৎই অশান্ত হয়ে উঠেছে ফ্রান্স। ফরাসিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ হিসেবে তাই যুক্ত হয়েছে দেশটির আইনশৃঙ্খলার পরিস্থিতি। আগামীকাল বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে দেশটিতে কয়েক হাজার পুলিশ থাকবে।

লুসাইলে আগামীকাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। ফ্রান্সের একটি দৈনিক পত্রিকা এল ইকুইপ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল ১৪ হাজার পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হবে। আর আজ তৃতীয় স্থান নির্ধারণী মরক্কো-ক্রোয়েশিয়া ম্যাচে থাকবে ১২ হাজার পুলিশ।

১৪ ডিসেম্বর আল-বায়েত স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে চলে যায় ফ্রান্স। তাতে ফরাসিদের খুশির খবরের সঙ্গে দুঃখের খবরও শুনতে হয়েছে। ফ্রান্সের জয় উদ্‌যাপনে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল ১৪ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে দেশটির শহর মঁপেলিয়েরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গাড়িটি ঘিরে ভিড় করেছে জনতা। তাছাড়া ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গায় জড়িয়ে পড়েছিল দুই দলের সমর্থকেরা। লিঁওতে দাঙ্গাস্থল থেকে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছিল। সেদিন ফ্রান্সের রাস্তায় ছিল ১০ হাজার পুলিশ।

ফ্রান্স এই নিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলছে চতুর্থবারের মতো। এর আগের তিনবারের মধ্যে দুবার হয়েছে চ্যাম্পিয়ন। একবার হয়েছে রানার্সআপ, যেখানে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত