আগামীকাল লুসাইলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। তার আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে ‘উট ভাইরাস’। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই ফরাসি ফুটবলার।
রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে—তাঁদের দুজনের ঠাণ্ডার উপসর্গ দেখা দেওয়ায় অনুশীলন করতে পারেননি। দাবি করা হচ্ছে, ভারানে ও কোনাতে উট ভাইরাসে আক্রান্ত। ফ্রান্সের রক্ষণভাগের ভরসা তাঁরা দুজন। তাতে ফ্রান্স দলে ‘উট ভাইরাসে’ আক্রান্ত ফুটবলারের সংখ্যা দাঁড়াল পাঁচে।
ভারানে ও কোনাতের আগে ‘উট ভাইরাসে’ আক্রান্ত হওয়া তিনজন হচ্ছেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। তিনজন তিন পজিশনের খেলোয়াড়। উপামেকানো খেলেন রক্ষণভাগে, রাবিও মিডফিল্ডার এবং কোমান খেলেন ফরোয়ার্ড হিসেবে। এর মধ্যে উপামেকানো ও রাবিও খেলতে পারেননি মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে। এরপর আক্রান্ত হয়েছিলেন কোমান।
গত মাসে বিশ্বব্যাপী ফুটবল জ্বরের মধ্যে উদ্বেগ তৈরি করে ‘ক্যামেল ফ্লু’। বিশ্বকাপে সমাগত দর্শকদের মধ্যে যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, তার জন্য শঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক লোকের মৃত্যুও হয়েছে ইতিমধ্যে।
‘ক্যামেল ফ্লু’ ভাইরাসের উৎস উট। যদিও চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ বা মার্স নামে পরিচিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এবারের বিশ্বকাপ আসর বসেছে কাতারে। মরুর দেশটিতে উটের সংখ্যাও চোখে পড়ার মতো।
আগামীকাল লুসাইলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। তার আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে ‘উট ভাইরাস’। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই ফরাসি ফুটবলার।
রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে—তাঁদের দুজনের ঠাণ্ডার উপসর্গ দেখা দেওয়ায় অনুশীলন করতে পারেননি। দাবি করা হচ্ছে, ভারানে ও কোনাতে উট ভাইরাসে আক্রান্ত। ফ্রান্সের রক্ষণভাগের ভরসা তাঁরা দুজন। তাতে ফ্রান্স দলে ‘উট ভাইরাসে’ আক্রান্ত ফুটবলারের সংখ্যা দাঁড়াল পাঁচে।
ভারানে ও কোনাতের আগে ‘উট ভাইরাসে’ আক্রান্ত হওয়া তিনজন হচ্ছেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। তিনজন তিন পজিশনের খেলোয়াড়। উপামেকানো খেলেন রক্ষণভাগে, রাবিও মিডফিল্ডার এবং কোমান খেলেন ফরোয়ার্ড হিসেবে। এর মধ্যে উপামেকানো ও রাবিও খেলতে পারেননি মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে। এরপর আক্রান্ত হয়েছিলেন কোমান।
গত মাসে বিশ্বব্যাপী ফুটবল জ্বরের মধ্যে উদ্বেগ তৈরি করে ‘ক্যামেল ফ্লু’। বিশ্বকাপে সমাগত দর্শকদের মধ্যে যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, তার জন্য শঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক লোকের মৃত্যুও হয়েছে ইতিমধ্যে।
‘ক্যামেল ফ্লু’ ভাইরাসের উৎস উট। যদিও চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ বা মার্স নামে পরিচিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এবারের বিশ্বকাপ আসর বসেছে কাতারে। মরুর দেশটিতে উটের সংখ্যাও চোখে পড়ার মতো।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৩ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৫ ঘণ্টা আগে