Ajker Patrika

রিচার্লিসনকে কেন ৩৩ লাখ টাকা দিয়েছিলেন নেইমার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৮
রিচার্লিসনকে কেন ৩৩ লাখ টাকা দিয়েছিলেন নেইমার

কাতার বিশ্বকাপে বিচিত্র রকম ঘটনা ঘটেছে নেইমারের সঙ্গে। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সংবাদের শিরোনাম হয়েছেন। এবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ট জানিয়েছে, সতীর্থ রিচার্লিসনকে ৩৩ লাখ টাকা দিয়েছিলেন নেইমার।

রিচার্লিসন তাঁর পিঠে তিন ফুটবলারের ট্যাটু এঁকেছিলেন, যার মধ্যে রিচার্লিসন নিজে তো ছিলেনই, তাঁর সঙ্গে ছিলেন নেইমার ও রোনালদো নাজারিও। এই ট্যাটু দেখে নেইমার খুশি হননি। ট্যাটু সরাতে রিচার্লিসনকে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৩ লাখ ২৭ হাজার টাকা) দিয়েছিলেন। এক ভক্ত টুইট করেছেন, ‘আপনারা রিচার্লিসনের ট্যাটু দেখেছেন? কেন তিনি নেইমারের ট্যাটু করিয়েছিলেন? রোনালদো, ব্রাজিলের পতাকা, তাঁর?’

এবারের বিশ্বকাপে রিচার্লিসন ও নেইমার দুজনই ছিলেন দারুণ ছন্দে। রিচার্লিসন চার ম্যাচে করেছিলেন ৩ গোল এবং ১ অ্যাসিস্ট। আর নেইমার তিন ম্যাচে ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যেখানে ব্রাজিলের জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোল করে পেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেইমার। আর আন্তর্জাতিক ফুটবলে রিচার্লিসন ৪২ ম্যাচে করেছেন ২০ গোল, ৮ গোলে করেছেন অ্যাসিস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...