২০২২ ফুটবল বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছেন ‘অ্যাটলাস সিংহরা’। যেখানে ম্যাচ জয়ের পরই ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে ছবি তুলেছেন। এবার আশরাফ হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল আঁকা হয়েছে বার্সেলোনায়।
হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল এঁকেছেন চিলির এক চিত্রশিল্পী দিয়েগো নাদিমিদিকার্তি। মরক্কোর ডিফেন্ডার ও তাঁর মায়ের ছবিটি মূলত দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর। ৬ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছায় মরক্কো। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করেছিলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছিলেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরাম্যানরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন।
হাকিমির ফুটবলার হওয়ার গল্পটা অনেক সংগ্রামের। স্পেনে জন্মগ্রহণ করলেও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি এই ফুটবলার। হাকিমির পরিবার ছিল হতদরিদ্র। অসচ্ছল পরিবারে মা সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন। বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমির এই হাকিমি হয়ে ওঠার গল্পের নায়ক তাঁর মা-বাবা, যেখানে হাকিমি স্পেনের হয়ে না খেলে প্রতিনিধিত্ব করছেন মরক্কোর হয়ে।
মরক্কোর জার্সিতে হাকিমি ৬০ ম্যাচে করেছেন ৮ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও ১ গোলে অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই রাইট ব্যাক।
২০২২ ফুটবল বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছেন ‘অ্যাটলাস সিংহরা’। যেখানে ম্যাচ জয়ের পরই ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে ছবি তুলেছেন। এবার আশরাফ হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল আঁকা হয়েছে বার্সেলোনায়।
হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল এঁকেছেন চিলির এক চিত্রশিল্পী দিয়েগো নাদিমিদিকার্তি। মরক্কোর ডিফেন্ডার ও তাঁর মায়ের ছবিটি মূলত দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর। ৬ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছায় মরক্কো। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করেছিলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছিলেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরাম্যানরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন।
হাকিমির ফুটবলার হওয়ার গল্পটা অনেক সংগ্রামের। স্পেনে জন্মগ্রহণ করলেও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি এই ফুটবলার। হাকিমির পরিবার ছিল হতদরিদ্র। অসচ্ছল পরিবারে মা সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন। বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমির এই হাকিমি হয়ে ওঠার গল্পের নায়ক তাঁর মা-বাবা, যেখানে হাকিমি স্পেনের হয়ে না খেলে প্রতিনিধিত্ব করছেন মরক্কোর হয়ে।
মরক্কোর জার্সিতে হাকিমি ৬০ ম্যাচে করেছেন ৮ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও ১ গোলে অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই রাইট ব্যাক।
পাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
২৫ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
২ ঘণ্টা আগেগত মার্চের শেষে ক্রেইগ ব্র্যাথওয়েট ছেড়ে দেন টেস্ট ক্রিকেটের নেতৃত্ব। এবার নতুন অধিনায়ক ঠিক করতে হলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে। তবে নতুন নেতৃত্ব রয়েছে চমক। দুই বছরের বেশি সময় ধরে টেস্ট না খেলা রোস্টন চেজকে সাদা বলের অধিনায়কত্ব দিয়েছে তারা। ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে খেলার..
৩ ঘণ্টা আগেশারজায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। আমিরাতের বিপক্ষে এর আগে কুড়ি ওভারের ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবগুলোয় জিতেছেন শান্ত-লিটনরাই।
৩ ঘণ্টা আগে