তামিমের চোখে যে জার্সিটা সবচেয়ে বর্ণিল
১৪ বছরের ক্যারিয়ারে দেশ, ক্লাব, ঘরোয়া–বিদেশি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে অন্তত ২০ দলের জার্সি গায়ে জড়িয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ‘মুগ্ধ’ এমন এক জার্সিতে, যেটি কিনা দেখা গেল এই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিমের চোখে ডিপিএলের দল ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা সবচেয়ে বর্ণিল মনে হয়েছে!